বরফে জমে যাওয়ার পরও নায়াগ্রায় শোনা যাচ্ছে পানির গর্জন!

বরফে জমে যাওয়ার পরও নায়াগ্রায় শোনা যাচ্ছে পানির গর্জন!

২০১৪ সালে শেষবারের মতো ঠাণ্ডায় জমে গিয়েছিল নায়াগ্রা জলপ্রপাত। গত বছরের শেষ দিকে ফের জমে বরফ হয়ে গেছে নায়াগ্রা। কিন্তু পর্যটকের কাছে এর আকর্ষণ একটু কমেনি। বরং রূপকথা রাজ্যে বর্ণিত বরফের সৌন্দর্য অবলোকন করতেই হাজির হচ্ছেন অনেক। নায়াগ্রা জলপ্রপাত বন্ধ হয়ে গেছে- বিষয়টি স্বীকার করতে রাজি নন নায়াগ্রা পার্কস কমিশনের চেয়ারম্যান জেনিস থম্পসন। তিনি বলেছেন, ওপরের অংশ বরফে জমে গেছে। কিন্তু বরফের নিচের অংশ এখনো পানির প্রবাহ বিদ্যমান আছে। কিন্তু হঠাৎ করে তাকালে সেটি দৃশ্যমান হয় না। আপনি সেখানে দাঁড়ালেই পানির গর্জন শুনতে পারবেন। আপনি পানির স্রোতে বরফ ভাঙার শব্দও শুনবেন। সেখানে দাঁড়িয়ে এটা শুনতে বেশ লাগে। শেষ পর্যন্ত পানির শক্তিই জয়লাভ করবে এটা উপলব্ধির পর প্রকৃতির সৌন্দর্য্যে আপনি আরও বেশি বিমোহিত হবেন। যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত এলাকায় অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত গোটা বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় স্থান। দেশ দু'টিতে গত কয়েক মাস ধরে চলছে শীতের দাপট। নদী ও বিভিন্ন জলাশয়ের পানি জমে বরফ হয়ে যাচ্ছে। এমনকি ট্যাপের পানি পর্যন্তও জমে যাচ্ছে। বিভিন্ন জলধারার পাশাপাশি নায়াগ্রা জলপ্রপাতও বরফ জমে গেছে। আবহাওয়া দফতর থেকে সতর্ক বার্তা থাকার পরেও ভিন্ন রূপে সাজা নায়াগ্রা দেখতে অসংখ্য মানুষ ভিড় করছেন সেখানে।
শিক্ষিত স্বাবলম্বী নারীরাই ডিভোর্সের শীর্ষে পূর্ববর্তী

শিক্ষিত স্বাবলম্বী নারীরাই ডিভোর্সের শীর্ষে

বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত পরবর্তী

বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত

কমেন্ট