বর্ণবাদের বিরুদ্ধে দুই ডাচ তারকার ব্যতিক্রম প্রতিবাদ

বর্ণবাদের বিরুদ্ধে দুই ডাচ তারকার ব্যতিক্রম প্রতিবাদ

এবার বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানালেন নেদারল্যান্ডের দুই তারকা ওয়াইনালডাম এবং ডি ইয়ং। ম্যাচের মধ্যেই অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানান তারা। গতকাল গতকাল মঙ্গলবার এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের ছয় মিনিটেই ওয়াইনালডামের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড। এর পর টাচলাইনের বাইরে গিয়ে সতীর্থ ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে কনুই মিলিয়ে গোলের উদযাপন করেন। এ সময় তারা দুইজনের হাতের রঙের পার্থক্যের দিকে ইঙ্গিত করেছেন। তারা বোঝাতে চেয়েছিলেন সবাই এক। উল্লেখ্য, সপ্তাহের শুরুতে ডাচ দ্বিতীয় বিভাগের ডেন বোশ ও এক্সেলসিওরের ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছিলেন আহমেদ মেন্ডেস মরেয়ারা। এক্সেলসিওরের মেন্ডেসকে ইঙ্গিত করে কাকের ডাক দিয়েছিল মাঠের দর্শকেরা। পরে রেফারি খেলাও বন্ধ রেখেছিলেন। পরে এ ঘটনা নজর এড়ায়নি নেদারল্যান্ডেরও।
মাত্র ১৬ বছরে টেস্ট অভিষেক হতে যাচ্ছে এই পাকিস্তানি পেসারের পূর্ববর্তী

মাত্র ১৬ বছরে টেস্ট অভিষেক হতে যাচ্ছে এই পাকিস্তানি পেসারের

ইডেন টেস্টের শুরুতে দর্শকদের জন্য যত আয়োজন পরবর্তী

ইডেন টেস্টের শুরুতে দর্শকদের জন্য যত আয়োজন

কমেন্ট