বর্ষসেরা ওয়ানডে পারফর্মারের তালিকায় মাশরাফি-মুশফিক

বর্ষসেরা ওয়ানডে পারফর্মারের তালিকায় মাশরাফি-মুশফিক

ইএসপিএন-ক্রিকিনফোর করা বর্ষসেরা ওয়ানডে পারফরম্যান্সের তালিকায় ঠাই করে নিল বাংলাদেশ দলের মুশফিকুর রহিম ও লিটন দাসের খেলা দুটি ইনিংস। আর সেরা ওয়ানডে বোলিংয়ের তালিকায় আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি স্পেল। মুশফিকুর রহিম - ১৪৪ ব্যাটসম্যানদের সেরা ইনিংসের তালিকায় সাত নম্বরে আছে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের করা ১৪৪ রানের ইনিংসটি। দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে ম্যাচে মাত্র তিন রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ দলের হাল ধরেন মুশি। মোহাম্মদ মিথুনের সাথে প্রাথমিক বিপর্যয় সামলে দলের স্কোর ১৩৪পর্যন্ত নিয়ে যান। কিন্তু ১৪২ রানে ৫ উইকেট হারিয়ে আবার বিপর্যয়ে পড়লে একাই দলকে টেনে নিয়ে যান তিনি। ১২৩ বলে তুলে নেন নিজের শতরান। ইনজুরি আক্রান্ত তামিম ইকবালের সাথে শেষ উইকেটে ১৬ বলে ৩২ রান করেন তিনি। ইনিংসের শেষ ওভারে ১৪৪ রান করে মুশফিক যখন আউট হন, ততক্ষণে জয়ের মতো পুঁজি পেয়ে গেছে বাংলাদেশ দল। লিটন দাস- ১২১ মুশফিকের ঠিক পরে আট নম্বরে আছে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লিটন দাসের করা ১২১ রানের ইনিংসটি। ফাইনালের বড় মঞ্চে ক্যারিয়ারের প্রথম এই ওয়ানডে শতক উপহার দেন তিনি। জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার আর যুজবেন্দ্র চাহালদের বিপক্ষে দারুণ সব স্ট্রোক খেলে দর্শকদের মাতিয়ে দেন লিটন। তাঁর ব্যাটিংয়ে কোণঠাসা হয়ে যায় ভারত। অন্য ব্যাটসম্যানরা বড় রান করতে ব্যর্থ হলে বড় স্কোর পায়নি বাংলাদেশ। ভারতও শেষ ওভারের উত্তেজনায় জিতে নেয় টুর্নামেন্ট। তবে লিটনের দর্শনীয় ইনিংসটি সবার হৃদয়ে ঠাই করে নেয়। মাশরাফি বিন মুর্তজা- ৩৭/৪ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুই টেস্টে বিপর্যস্ত বাংলাদেশ ওয়ানডে সিরিজে চমকপ্রদ ভাবে ঘুরে দাঁড়ায়। বল হাতে প্রথম ম্যাচেই দলের ঘুরে দাঁড়ানোর নেতৃত্ব দেন অধিনায়ক মাশরাফি নিজে। তামিম ইকবাল আর সাকিব আল হাসানের দৃঢ়তায় প্রথমে ব্যাট করে ২৭৯ রান পায় বাংলাদেশ। শুরুতেই এভিন লুইসের উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেন ম্যাশ। শেষদিকে পরপর দুই ওভারে অধিনায়ক জেসন হোল্ডার, বিপজ্জনক আন্দ্রে রাসেল ও অ্যাশলে নার্সের উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। ওভারপ্রতি চারের নিচে রান দেওয়া মাশরাফির ম্যাচজয়ী বোলিং ফিগারটি(৩৭/৪) তাই বছরের সেরা বোলিং তালিকার আটে স্থান পেয়েছে।
পাকিস্তানের বিপক্ষে পাচঁ উইকেটের জয় আফ্রিকার পূর্ববর্তী

পাকিস্তানের বিপক্ষে পাচঁ উইকেটের জয় আফ্রিকার

দারুণ জয়ে ঢাকাকে ছুঁয়ে ফেলেছে তামিমের কুমিল্লা পরবর্তী

দারুণ জয়ে ঢাকাকে ছুঁয়ে ফেলেছে তামিমের কুমিল্লা

কমেন্ট