বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান রিচার্ড স্টনিয়ের

বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান রিচার্ড স্টনিয়ের

বর্তমানে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন রিচার্ড স্টনিয়ের। এর আগে বাংলাদেশ যুব দলের ট্রেনার ছিলেন তিনি। দুই বছর দলের সঙ্গে কাজ করার পাশাপাশি বাংলাটা ভালোই রপ্ত করেছেন স্টনিয়ের। যে কারণে বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসে বাংলাদেশের মানুষ যখন আতঙ্কিত তখন দেশবাসীকে বাংলায় মাথা ঠাণ্ডা ও ধৈর্য ধরতে বললেন তিনি। গতকাল রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বাংলায় সুর করে স্টনিয়ের বলেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছ?’ এরপর করোনাভাইরাসের মহামারি চলাকালীন বাংলাদেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের এই ট্রেনার বলেন, ‘বাংলাদেশের যারা আছেন, আশা করি সবাই বাসায় আছেন। নিরাপদ আছেন। ভালো আছেন। আমাদের সবার জন্য এখন আতঙ্ককে ধৈর্য দিয়ে জয় করা উচিত। আমরা এই সময়টা পার করতে পারব। তবে সবাই সবাইকে সাহায্য করতে হবে।’ তিনি আরো বলেন, ‘এখন সবার ধৈর্য ধরার সময়। সবাই যেন ধৈর্য ধরে। মনে রাখবেন, মাথা ঠাণ্ডা।’
নারী ক্রিকেটারদের জন্য বিসিবির প্রশংসনীয় উদ্যোগ পূর্ববর্তী

নারী ক্রিকেটারদের জন্য বিসিবির প্রশংসনীয় উদ্যোগ

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন লিটন দাসের স্ত্রী পরবর্তী

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন লিটন দাসের স্ত্রী

কমেন্ট