বাংলাদেশে না আসা নিয়ে আফসোস নেই মরগানের

বাংলাদেশে না আসা নিয়ে আফসোস নেই মরগানের

photo-1484035653 নিরাপত্তা-সংক্রান্ত অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফরে আসেননি ওয়েন মরগান। এ জন্য বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ককে। মরগানের দিকে তোপ দেগেছিলেন ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল ভন। তবে বাংলাদেশ সফরে না আসার জন্য কোনো আফসোস নেই মরগানের। বাংলাদেশ সফরে অনুপস্থিত থাকার পর মরগান আবার মাঠে নামতে যাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে। এবার তাঁর মিশন ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজের আগে মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। সেখানেই তিনি কথা বলেছেন বাংলাদেশ সফরে না আসার ব্যাপারে, ‘আমার কোনো আফসোস নেই। এ সিদ্ধান্ত নিয়ে আমি খুবই স্বস্তিতে ছিলাম। আমি সবকিছু ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’ ২০১৬ সালের জুলাইয়ে গুলশানে সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ডের বাংলাদেশ সফরটাই পড়েছিল হুমকির মুখে। তবে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পর এ সফরের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তই নিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুকও এসেছিলেন দুটি টেস্ট ম্যাচ খেলতে। কিন্তু বাংলাদেশ সফরের ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিয়েছিলেন মরগান। ওয়ানডে দলের অধিনায়কের এ সিদ্ধান্তে বেজায় চটেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। মরগান ‘ইংল্যান্ডকে হতাশ করেছেন’ বলে মন্তব্য করেছিলেন নাসের। একই রকমের কথা বলেছিলেন আরেক সাবেক অধিনায়ক মাইকেল ভনও। এ ধরনের সমালোচনায় নিজে অবিচল থাকলেও তাঁর পরিবারের সদস্যরা বেশ আঘাত পেয়েছিলেন বলে স্বীকার করেছেন মরগান, ‘আমার পরিবার অনেক ক্ষেত্রেই খুব আঘাত পেয়েছে। কিন্তু এটা তারকাখ্যাতির অংশ।’ আগামী ১৫ জানুয়ারি থেকে আবার ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে মাঠে দেখা যাবে মরগানকে। ভারত সফরের টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে হারের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে মরগানের ইংল্যান্ড।
প্রথম টেস্ট জয়ের এক যুগ পূর্ববর্তী

প্রথম টেস্ট জয়ের এক যুগ

আর্জেন্টিনায় মেসির ভাস্কর্য ভাঙচুর পরবর্তী

আর্জেন্টিনায় মেসির ভাস্কর্য ভাঙচুর

কমেন্ট