বাংলাদেশে প্রদর্শনের অনুমতি পেল 'বাংলাশিয়া'

বাংলাদেশে প্রদর্শনের অনুমতি পেল 'বাংলাশিয়া'

পাঁচ বছর আগে ‘বাংলাশিয়া’ নামে মালয়েশিয়ার একটি সিনেমায় অভিনয় করেছিলেন বাংলাদেশের নিরব। টানা ৪২ দিন শুটিং করার পর ছবির কাজ শেষ হয়। এরপর ট্রেলারও প্রকাশিত হয়। জাপানের একটি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়। এরপর ছবিটির ওপর খড়্গ নেমে আসে। মালয়েশিয়ার সরকার ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করে। শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্বের কোথাও ছবিটি প্রদর্শন করা যাবে না। তবে সব জটিলতার অবসান ঘটিয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে তিন ভাষায় নির্মিত ‘বাংলাশিয়া’ মুক্তি পায়। সেখানের ১১১ টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। ব্যবসাও ভালো করে বাংলাশিয়া। এরপরেই বাংলাদেশে ছবি মুক্তির ব্যাপারে চিন্তা ভাবনা করেন ছবির নায়ক নিরব। এরই ধারাবাহিকতাই এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বাংলাশিয়া। গত ১১ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ে ছবিটি আমদানি করার জন্য আবেদন করে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এরপর বিষয়টি যাচাই-বাছাই করে সম্প্রতি অনাপত্তি পত্র প্রদান করে তথ্য মন্ত্রণালয়।
হানিমুনে কোথায় যাবেন সাবিলা? পূর্ববর্তী

হানিমুনে কোথায় যাবেন সাবিলা?

সালমানের নায়িকা দিশা! পরবর্তী

সালমানের নায়িকা দিশা!

কমেন্ট