বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতাসংগ্রাম ১। কে বাংলায় দ্বৈতশাসন ব্যবস্থা চালু করেন? ক) লর্ড ক্লাইভ খ) লর্ড কর্নওয়ালিস গ) লর্ড ওয়েলেসলি ঘ) লর্ড ডালহৌসি ২। কত সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়? ক) ১৯০৩ সালে খ) ১৯০৪ সালে গ) ১৯০৫ সালে ঘ) ১৯০৬ সালে ৩। ব্রিটিশরা কত সালে বাংলা প্রদেশকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা নিয়েছিল? ক) ১৭৫৭ সালে খ) ১৭৮৬ সালে গ) ১৮৫০ সালে ঘ) ১৮৫৩ সালে ৪। ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার জনসংখ্যা কত ছিল? ক) ১ কোটি খ) ২ কোটি গ) ৩ কোটি ঘ) ৪ কোটি ৫। ইংরেজদের এ দেশে শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিল— ক) বাণিজ্য বিস্তার করা খ) আয় বৃদ্ধি করা গ) শাসন স্থায়ী করা ঘ) জনকল্যাণ করা ৬। ১২০৬ সালে বখতিয়ার খলজির মৃত্যুর পর থেকে ১৩৩৮ সাল পর্যন্ত বাংলাজুড়ে— i. মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে ii. মুসলিম শাসনের অবসান ঘটতে থাকে iii. মুসলিম শাসন তিনটি প্রদেশে বিভক্ত ছিল নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ৭। সতীদাহ প্রথা বিল কে পাস করেন? ক) লর্ড ডালহৌসি খ) লর্ড হার্ডিঞ্জ গ) লর্ড উইলিয়াম বেন্টিংক ঘ) লর্ড কর্নওয়ালিস ৮। বাংলায় স্বাধীন সুলতানি আমল কত বছর স্থায়ী ছিল? ক) ১০০ বছর খ) ২০০ বছর গ) ৩০০ বছর ঘ) ৪০০ বছর ৯। বাঙালি পাল রাজারা বাংলা শাসন করেন কত বছর? ক) প্রায় ১০০ বছর খ) প্রায় ২০০ বছর গ) প্রায় ৩০০ বছর ঘ) প্রায় ৪০০ বছর ১০। ১৫৭৬ সালে মোগলরা সাম্রাজ্য বিস্তার করে— i. পূর্ব বাংলায় ii. পশ্চিম বাংলায় iii. উত্তর বাংলার অনেকাংশে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১১। কখন মুজিবনগর সরকার শপথগ্রহণ করে? ক) ১০ এপ্রিল ১৯৭১ খ) ১১ এপ্রিল ১৯৭১ গ) ১৭ এপ্রিল ১৯৭১ ঘ) ২০ এপ্রিল ১৯৭১ ১২। ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ক) ৫ ডিসেম্বর খ) ৬ ডিসেম্বর গ) ৭ ডিসেম্বর ঘ) ৮ ডিসেম্বর ১৩। প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গোরিলা যোদ্ধারা দেশের অভ্যন্তরে প্রবেশ করে— ক) মে মাসে খ) জুন মাসে গ) জুলাই মাসে ঘ) নভেম্বর মাসে ১৪। ইয়াহিয়া খান আলোচনার ভান করে পর্যবেক্ষণ করেন— ক) ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল খ) অপারেশন সার্চলাইটের কর্মসূচি গ) বঙ্গবন্ধুর গতিবিধি ঘ) পূর্ব পাকিস্তানিদের গতিবিধি ১৫। অপারেশন জ্যাকপট পরিচালনা করেন— ক) জিয়া বাহিনী খ) নৌ কমান্ডো গ) মুজিব বাহিনী ঘ) ক্রাক-প্লাটুন ১৬। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন আরো গতিশীল হয়— ছাত্রসংগ্রাম পরিষদ গঠনে i. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ii. নিয়মিত মিছিল-মিটিংয়ে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১৭। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে— i. জাতীয় পরিষদে ii. প্রাদেশিক পরিষদে iii. মন্ত্রিপরিষদে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১৮। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী? ক) ওসমানী উদ্যান খ) ভাসানী উদ্যান গ) চন্দ্রিমা উদ্যান ঘ) সোহরাওয়ার্দী উদ্যান ১৯। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিফৌজ কোন ধরনের বাহিনী? ক) নিয়মিত বাহিনী খ) অনিয়মিত বাহিনী গ) গেরিলা বাহিনী ঘ) বিশেষ বাহিনী ২০। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে অস্থায়ী সরকারের কার্যক্রমের অন্তর্ভুক্ত— i. ১১টি প্রশাসনে বিভক্ত করা ii. জাতীয় ঐক্য রক্ষা করা iii. সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উত্তর ১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. গ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. ক।
সমাজবিজ্ঞান প্রথম পত্র পূর্ববর্তী

সমাজবিজ্ঞান প্রথম পত্র

হিসাববিজ্ঞান পরবর্তী

হিসাববিজ্ঞান

কমেন্ট