বাংলাদেশ ৭৯ রানে জয়ী

বাংলাদেশ ৭৯ রানে জয়ী

mustafizওয়ানডে সিরিজে জয়ে সূচনা করেছে বাংলাদেশ। জয়ের জন্য ভারতকে ৩০৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ২২৮ রানে অল আউট হয়েছে। বাংলাদেশ ৭৯ রানের এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে। ভারতের বিপক্ষে এটা বাংলাদেশের চতুর্থ জয়। এই জয়ের অন্যতম নায়ক অভিসিক্ত বা-হাতি মিডিয়াম পেসার মুস্তাফিজুর রহমান। তিনি একাই তুলে নিয়েছেন ৫ উইকেটের। বিজয়ের এই ম্যাচে তাসকিন ও সাকিব তুলে নিয়েছেন ২টি করে উইকেট। আরমাশরাফির ঝুলিতে জমা পড়েছে এক। এমন গৌরবময় ম্যাচে সেরা হয়েছে মুস্তাফিজুর রহমান। ২৫.৩ ওভারে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আউট করার মধ্যেই দিয়েই জয়ের স্বপ্ন সামনে চলে এসেছিল। আউট করেছেন সাকিব আল হাসান। তারপর রায়না-জাদেজা ফের ম্যাচে ফিরার চেষ্টা করেছেন। তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন অভিষেক ম্যাচে খেলতে নামা মুস্তাফিজ। তিনি পর পর ২ বলে রায়না (৪০) এবং অশ্বিনকে ফিরিয়ে দিয়েছেন। ভারতের হয়ে ব্যাটিং শেষ লড়াই করছেন রবিন্দ্র জাদেজা (৩২),এবং ভুবেনেশ্বর কুমার (২৫)*। এর আগে অজিঙ্ক রাহানেকে আউট করেছিলেন রোহিত শর্মাকে (৬৩) আউট করার মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম উইকেট পাওয়া বাংলাদেশের অভিষিক্ত পেসার মুস্তাফিজুর রহমান। অবশ্য এর জন্য নাসির হোসেনকে কৃতজ্ঞতা জানাতেই হবে। দুর্দান্ত একটি ক্যাচ নিয়ে রাহানে সাজঘরের পথ দেখিয়ে দিয়েছেন তিনি। এর আগে বিরাট কোহলিকে আউট করেছিলেন পেসার তাসকিন আহমেদ। ১৬তম ওভারের শেষ বলে ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানকে মুশফিকের ক্যাচে পরিণত করে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন এই তরুণ পেসারই। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিবারাত্রির এই ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। টস জিতে আগে ব্যাটিং করেছে বাংলাদেশ। ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। দলকে উড়ন্ত সূচনাই দিয়েছেন এই দুই ওপেনার। ৮০ বলেই দলের সেঞ্চুরি পূর্ণ করেছেন ওপেনার জুটি। এরপর খানিকটা সময় বৃষ্টিতে খেলা বন্ধ থেকেছে। বৃষ্টি থামলে পুনরায় খেলা শুরুর পর পরই ভাঙন ধরেছে বাংলাদেশের ব্যাটিং লাইনে। একে একে ফিরে গেছেন সৌম্য, তামিম, লিটন দাস, মুশিফিকুর, সাব্বির, সাকিব ও নাসিররা । শেষ অব্দি ৪৯.৪ ওভার শেষে সবক’টি উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ৩০৭ রান। এর আগে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি করার পর পরই রান আউট হয়েছেন সৌম্য, ব্যক্তিগত ৫৪ রানে। তামিমও দেখা পেয়েছেন ক্যারিয়ারের ৩০তম হাফসেঞ্চুরির। ৬২ বলে ৬০ রান করার পরই তিনি ফিরে গেছেন উচ্চাভিলাসী এক শট খেলে। সৌম্যের জায়গায় ব্যাট করতে নামা অভিষিক্ত লিটন কুমার দাস (৮) নিজেকে প্রমাণ করতে পারেননি। ১৫.৪ ওভারে নেমেছিল বৃষ্টি। ফের খেলা শুরু হওয়ার পর পরই ফিরে গেছেন তামিম, লিটন এবং মুশফিকুর রহিম । সাব্বির ভালই ব্যাট করেছেন। তবে ব্যক্তিগত ৪১ রানেই থেমেছেন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ রান অবশ্য তামিমেরেই। এ ছাড়া সাকিব করেছেন ৫২ রান। বৃহস্পতিবার দুপুরে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বেলা ৩টায় শুরু হয়েছিল দিবারাত্রির এ্ই ম্যাচটি। টেস্টে মাত্র একজন পেসার নিয়ে মাঠে নামলেও ওয়ানডেতে বাংলাদেশ দলে এই প্রথম ৪ পেসার খেলছেন। অধিনায়ক মাশরাফি ছাড়াও আছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডেতে দুজনের অভিষেক হয়েছে। একজন ব্যাটসম্যান লিটন দাস এবং অপরজন মিডিয়াম পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। ভারত একাদশ : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রণ অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।
বাংলাদেশ ক্রিকেট দলের জয়লাভে প্রধানমন্ত্রীর অভিনন্দন পূর্ববর্তী

বাংলাদেশ ক্রিকেট দলের জয়লাভে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা পরবর্তী

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

কমেন্ট