বাজারে এলো কাঠের কি-বোর্ড

বাজারে এলো কাঠের কি-বোর্ড

টেকনোলজির যুগে এখন নিত্যনতুন ডিভাইস আবিষ্কার হওয়া এমন আহামরি কোনও ব্যাপার না। এই মুহূর্তে বাজারে অনেক ডিজাইনের কম্পিউটার কি-বোর্ড থাকলেও কাঠের কি-বোর্ড ছিলনা। এই প্রথম বাজারে এলো কাঠের কি-বোর্ড। যেমন লুক তেমন তার ডিজাইন। এটি বাজারে নিয়ে এসেছে ওরি নামের একটি সংস্থা। এটি মূলত ওয়ারলেস কি-বোর্ড। এই কি-বোর্ডটিতেতে টাইপিংয়ের সময় যেমন ভালো স্পিড পাওয়া যাবে তেমনি মিলবে স্বস্তিও। অরির এই কি-বোর্ডটির নাম অরিস বোর্ড এসেনশিয়াল উডেন ওয়ারলেস কি-বোর্ড। কাঠের এই কি-বোর্ডটির দাম বেশ চড়া। এর দাম করা হয়েছে ১৫০ ডলার। কাঠের এই কি-বোর্ডটি এক টুকরো কাঠ কেটে বানানো হয়েছে। এর ডিজাইনে আছে বৈচিত্র্য। যেকোনো উইন্ডোজ কিংবা আইওএস ডিভাইসে এই কি-বোর্ডটি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে ব্যবহার করা যাবে।
কম্পিউটার ভাইরাস দূর করুন সহজ উপায়ে পূর্ববর্তী

কম্পিউটার ভাইরাস দূর করুন সহজ উপায়ে

উইন্ডোজ ফোন ওএসের সাপোর্ট বন্ধের ঘোষণা মাইক্রোসফটের পরবর্তী

উইন্ডোজ ফোন ওএসের সাপোর্ট বন্ধের ঘোষণা মাইক্রোসফটের

কমেন্ট