বাজেট নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই: সেতুমন্ত্রী

বাজেট নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই: সেতুমন্ত্রী

বাজেট নিয়ে অহেতুক অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করে, ‘এবারের বাজেট যুগোপযোগী ও জনকল্যাণমূলক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বছরের বাজেট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি বাজেট নিয়ে নানা ধরণের মিথ্যা বিভ্রান্তিকর মন্তব্য করছেন। এবং তারা সব সময় বলেন বাজেট বাস্তবায়ন হবে না। এধরণের মন্তব্য অতীতেও তারা করেছে এবারো করেছে। বিএনপি এবারো বাজেট নিয়ে বিরোধিতার রাজনীতি শুরু করেছে। অবশ্য বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মাত্র ৫০ হাজার কোটি টাকা বাজেট প্রণয়ন করতে পেরেছিল। মন্তব্য
ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রেপ্তারে পুলিশের কোনো গাফিলতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ববর্তী

ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রেপ্তারে পুলিশের কোনো গাফিলতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টারনেট সেবাদানে বিশৃঙ্খলা, অনিয়ম পরবর্তী

ইন্টারনেট সেবাদানে বিশৃঙ্খলা, অনিয়ম

কমেন্ট