বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার

বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার

বাজে ব্যাটিংয়ের আরেকটি প্রদর্শনীতে দ্বিতীয় ইনিংসেও অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ। সিলেটের অভিষেক টেস্টে স্বাগতিকরা হারল চার দিনেই। সিরিজের প্রথম টেস্ট ১৫১ রানে জিতেছে জিম্বাবুয়ে। পাঁচ বছর পর জিম্বাবুয়ে কোনো টেস্ট ম্যাচ জিতল। আর দেশের বাইরে জিতল ১৭ বছর পর! জিততে হলে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। মাহমুদউল্লাহর দল যেতে পারেনি ধারেকাছেও। ৩২১ রান তাড়ায় চতুর্থ দিনের এক সেশন বাকি থাকতেই অলআউট হয়েছে ১৬৯ রানে। টেস্টে এ নিয়ে টানা আট ইনিংসে দুইশর নিচে গুটিয়ে গেল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও টেস্টের শুরুটা হলো হার দিয়ে। সংক্ষিপ্ত স্কোর জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৮২ ও ২য় ইনিংস: ১৮১ বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৩ ও ২য় ইনিংস: (লক্ষ্য ৩২১) ১৬৯।
ইন্টারের মাঠে ড্রয়ে শেষ ষোলোতে বার্সা পূর্ববর্তী

ইন্টারের মাঠে ড্রয়ে শেষ ষোলোতে বার্সা

৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ পরবর্তী

৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

কমেন্ট