বাণিজ্যিক ব্যাংকগুলো ওয়াদা করেও সুদের হার সিঙ্গেল ডিজিট করেনি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যিক ব্যাংকগুলো ওয়াদা করেও সুদের হার সিঙ্গেল ডিজিট করেনি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যিক ব্যাংকগুলো এর আগে ওয়াদা করেও সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনেনি। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাদের সাথে কথা বলেছেন। এবার এপ্রিল থেকে ব্যাংকগুলো সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবেন বলে আশা করছি। বাণিজ্যমন্ত্রী রবিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ বাস ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এবারেই শেষ বাণিজ্যমেলা শেরে বাংলা নগরে। আগামী বার থেকে পুর্বাচলে নিজস্ব এলাকায় বাণিজ্য মেলা হবে। তিনি বলেন, শেরে বাংলা নগরে বাণিজ্য মেলাটি ইন্টারন্যাশনাল কারেক্টার অনেকটাই কমে গেছে। একে সেই অর্থে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলা যায় না। তবে আগামী বছর থেকে নিজেদের এলাকায় বাণিজ্য মেলায় আপগ্রেড করা হবে যাতে সত্যিকার অর্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নিতে পারে তার ব্যাবস্থা নেয়া হবে। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোজি রহমান, জেলা ছাত্র লীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাত মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১১ বিলিয়ন ডলার পূর্ববর্তী

সাত মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১১ বিলিয়ন ডলার

‘চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের গৌরবজ্জল ভূমিকা থাকবে’ পরবর্তী

‘চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের গৌরবজ্জল ভূমিকা থাকবে’

কমেন্ট