বারবার অভিযানের পরও রাসায়নিকের গুদাম না সরানো দুঃখজনক : প্রধানমন্ত্রী

বারবার অভিযানের পরও রাসায়নিকের গুদাম না সরানো দুঃখজনক : প্রধানমন্ত্রী

পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর জন্য সংশ্লিষ্ট সবার সম্পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বারবার অভিযান পরিচালনা করার পরও এখনো সেখানে রাসায়নিকের গুদাম রয়েছে, যা দুঃখজনক।’ প্রধানমন্ত্রী সকাল সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পৌঁছে অগ্নিকাণ্ডে আহত রোগীদের খোঁজ-খবর নেন। এ সময় হাসপাতালের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, ‘পুরানা ঢাকায় যত কেমিক্যাল গুদাম আছে, এমনকি মোবাইল কোর্ট করেও চেষ্টা করেছিলাম এদের সরাতে। অত্যন্ত দুঃখজনক সাময়িকভাবে কাজ হয়, কিন্তু আবার সবাই যার যার মতো কেমিক্যাল ব্যবহার শুরু করে। এটা ভবিষ্যতে যেন তাঁরা না করেন।’ আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে যান প্রধানমন্ত্রী। ছবি : এনটিভি পুরান ঢাকার রাস্তার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, এগুলো আমাদের নতুনভাবে গড়ে তুলতে হবে। যাতে করে ফায়ার সার্ভিসের লোক প্রবেশ করতে পারে। আমরা এখন থেকে যত বিল্ডিং তৈরি করা হবে, রাস্তাঘাট থেকে শুরু করে, যারা বিল্ডিংয়ের ডিজাইন করেন তাদেরও অনুরোধ করব, প্রত্যেকটা জায়গায় যেন অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকে সেদিকে লক্ষ্য রেখেই যেন সব ব্যবস্থা নেওয়া হয়।’ আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে যান প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৬ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯টি মরদেহ শনাক্তের জন্য ৩১ স্বজনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।
অবৈধ রাসায়নিক কারখানা সরানোর কাজ শুরু হয়েছে : ওবায়দুল কাদের পূর্ববর্তী

অবৈধ রাসায়নিক কারখানা সরানোর কাজ শুরু হয়েছে : ওবায়দুল কাদের

চকবাজারের অগ্নিকাণ্ডে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক পরবর্তী

চকবাজারের অগ্নিকাণ্ডে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক

কমেন্ট