বার্সায় মেসিকে চাপমুক্ত থাকার পরামর্শ আর্জেন্টিনার

বার্সায় মেসিকে চাপমুক্ত থাকার পরামর্শ আর্জেন্টিনার

লা লিগায় দুর্দান্ত খেলছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলির শীর্ষে থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে লিওনেল মেসি। তবে বার্সায় মেসির বেশি ম্যাচ খেলাকে সহজভাবে নিচ্ছেন না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লডিও তাপিয়া। এনিয়ে এরই মধ্যে মেসির সাথে আলোচনাও করা হয়েছে। জানা গেছে, ২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে চাপমুক্ত রাখার জন্য মেসিকে এই পরামর্শ দিয়েছেন তাপিয়া। এ ব্যাপারে আর্জেন্টাইন গণমাধ্যমে তাপিয়া বলেছেন, ‘এই মুহূর্তে খেলোয়াড়রা যে পর্যায়ে রয়েছে আমি আশা করবো রাশিয়ান বিশ্বকাপের আগেও তারা একইরকম থাকবে। এই মুহূর্তে সার্জিও আগুয়েরো দারুণ ফর্মে রয়েছে। লিওনেল মেসিতো সবসময়ই নিজের মানকে ধরে রেখেছে। এটা একজন পরিচালক ও কোচিং স্টাফদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মেসিকে নিজের প্রতি যত্নবান হওয়ার অনুরোধ জানিয়েছি। আর এর একমাত্র সমাধান হচ্ছে বার্সেলোনার হয়ে নিজের ওপর চাপ কম নেয়া।’ জুনে রাশিয়া বিশ্বকাপের অংশ হিসেবে কাতালোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তাপিয়া।
মেসি-রোনালদোরা বিশ্বকাপে নামলেই শুরু হবে 'হামলা'! পূর্ববর্তী

মেসি-রোনালদোরা বিশ্বকাপে নামলেই শুরু হবে 'হামলা'!

রোনালদোদের মাঠে দারুণ এক রেকর্ড গড়া নেইমার পরবর্তী

রোনালদোদের মাঠে দারুণ এক রেকর্ড গড়া নেইমার

কমেন্ট