বার্সা ও মেসির গল্পটা মহাকাব্যিক, সে ক্ষণজন্মা: চেলসি কোচ

বার্সা ও মেসির গল্পটা মহাকাব্যিক, সে ক্ষণজন্মা: চেলসি কোচ

ভিনগ্রহের ফুটবলার হিসেবে খ্যাতি রয়েছে তার। একের পর এক রেকর্ড বইয়ে নাম লিখে যাওয়াই যেন তার কাজ। তার এ ছুটে চলা দুর্বার গতিতে। প্রতি মুহূর্তে বিস্ময় উপহার দিয়ে চলছেন এ আর্জেন্টাইন। এবার লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেন চেলসি কোচ অ্যান্তোনিও কন্তে। বলেই ফেললেন, ওর মতো ফুটবলার প্রতি ৫০ বছরে একজন জন্মে। চ্যাম্পিয়নস লিগের ফিরতি পর্বে বুধবার বার্সেলোনার দূর্গে (ন্যু ক্যাম্প) লড়তে এসেছিল চেলসি। তবে পরভূমে পাত্তাই পায়নি দ্য ব্লুজরা। এক মেসির কাছেই স্রেফ উড়ে গেছেন তারা। এ ফুটবল জাদুকর নিজে করেছেন জোড়া গোল। পাশাপাশি সতীর্থ ডেম্বেলেকে দিয়ে করিয়েছেন একটি গোল। তার একক নৈপুণ্যে ইংলিশ ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। প্রথম লেগেও ওর বদান্যতায় ১-১ গোলের সমতা নিয়ে ফেরেন কাতালানরা। সব মিলিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের জাদুকরী পারফরম্যান্সে ইউরোপসেরা প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ওঠে গেছেন তারা। এ ম্যাচে জোড়া গোল করে অনন্য মাইলফলক ছুঁয়েছেন মেসি। ইউরোপসেরা টুর্নামেন্টে পেয়েছেন গোলের সেঞ্চুরি। তার সার্বিক পারফরম্যান্সে মুগ্ধ কন্তে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা একজন ফুটবলার সম্পর্কে বলছি- যে মুহূর্তেই গেম চেঞ্জ করে দিতে পারে। এ রকম খেলোয়াড় যে কোনো দলের জন্য পরম আরাধ্য। নিশ্চয়ই সে মেসি। মেসিকে দুহাত ভরে দিয়েছে বার্সা। অর্থ, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি- সব। যে ক্লাবে তিনি এত কিছু পেয়েছেন, তা কি ছাড়া সম্ভব? চেলসি কোচ মনে করছেন অবশ্যই না, ‘সে বার্সায় খেলা শুরু করেছিল। আমি নিশ্চিত ক্যারিয়ারের ইতিটা এখানেই টানবে ও। প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো আকাশছোঁয়া দাম দিয়েই তাকে কিনতে চাইবে। কিন্তু তা সম্ভবপর হবে না। তিনি বলেন, ‘বার্সা ও মেসির গল্পটা মহাকাব্যিক। সে ক্ষণজন্মা। এ ধরনের ফুটবলার প্রতি ৫০ বছরে একজন জন্মে। যে প্রতি মৌসুমে ৬০ গোল করার ক্ষমতা রাখে। পরাজয়ের মালা পরলেও এ ম্যাচে ছেলেদের চেষ্টার ত্রুটি দেখছেন না কন্তে। বরং পার্থক্যটা গড়ে দিয়েছে মেসি। এ জাঁদরেল কোচ বলেন, ‘আমার খেলোয়াড়েরা প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেছে। এ জন্য আমি গর্বিত। আসলে তো পার্থক্যটা গড়ে দিয়েছে ফুটবল প্রিন্স। যদি তার প্রশংসা করার সুযোগ আসে, তা হলে বলুন- সুপার, সুপার, সুপার টপ প্লেয়ার।’
কোহলির সঙ্গে নাম জড়িয়ে ফের আলোচনায় ড্যানিয়েল ওয়েট পূর্ববর্তী

কোহলির সঙ্গে নাম জড়িয়ে ফের আলোচনায় ড্যানিয়েল ওয়েট

লজ্জাজনক রেকর্ড গড়ে আলোচনায় লোকেশ রাহুল পরবর্তী

লজ্জাজনক রেকর্ড গড়ে আলোচনায় লোকেশ রাহুল

কমেন্ট