বাল্যবিবাহ বিরোধী প্রচারণায় ইউনিসেফের দু’টি পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

বাল্যবিবাহ বিরোধী প্রচারণায় ইউনিসেফের দু’টি পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বাল্যবিবাহ বিরোধী প্রচারণার স্বীকৃতি স্বরূপ আজ ইউনিসেফের কাছ থেকে দু’টি পুরস্কার গ্রহণ করেছেন। পুরস্কার দু’টির মধ্যে রয়েছে- অসামান্য অবদান রাখার জন্য দি একোলেড গ্লোবাল ফিল্ম কমপিটিশন ২০১৭ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড এবং বাল্যবিবাহ বন্ধ করার স্বীকৃতি স্বরূপ দি একোলেড উইনার অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স এন্ড চাইল্ড ম্যারেজ। নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও মন্ত্রণালয় সচিব নাসিমা বেগম প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে পুরস্কার দু’টি হস্তান্তর করেন।
বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৮ পূর্ববর্তী

বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৮

সরকারি কর্মচারীকে গ্রেপ্তারে অনুমতি লাগবে পরবর্তী

সরকারি কর্মচারীকে গ্রেপ্তারে অনুমতি লাগবে

কমেন্ট