বাড়ছে না ছুটি ,স্কুল-গণপরিবহন বন্ধই থাকছে

বাড়ছে না ছুটি ,স্কুল-গণপরিবহন বন্ধই থাকছে

করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও সাধারণ ছুটি আর বাড়ছে না।  তবে গণপরিবহন চলবে না।  ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করতে হবে। ১৫ জুন পর্যন্ত আপাতত স্কুল, কলেজ বন্ধ থাকবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দিতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার (২৭ মে) বিকেলে  এ তথ্য জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে।  বৃহস্পতিবার সকালে প্রজ্ঞাপন জারি হবে। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে ৩০ মে পর্যন্ত সরকারি ছুটি চলছে। এর মধ্যে করোনাভাইরাসে  আক্রান্ত ও মৃত্যুর সংখা বেড়ে চলছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৬ মার্চ থেকে এ পর্যন্ত দফায় দফায় ছুটি বাড়ানো হয়েছে।  ৩০ মে শেষ হচ্ছে সরকারি ছুটি। করোনা সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়।  এরপর ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল, পরে তা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়। চতুর্থ দফা ১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পঞ্চম দফা  ছুটি বাড়ানো হয় ৫ মে পর্যন্ত।  সেটি বাড়িয়ে ১৬ মে, তারপর ১৭ মে থেকে ঈদুল ফিতরের পর ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।
ইউনাইটেড হাসপাতালে করোনা থেকে বাঁচতে গিয়ে আগুনে পুড়ে মরলেন তাঁরা পূর্ববর্তী

ইউনাইটেড হাসপাতালে করোনা থেকে বাঁচতে গিয়ে আগুনে পুড়ে মরলেন তাঁরা

গত ২৪ ঘণ্টায় আরও ২২ কোভিড রোগীর মৃত্যু, আক্রান্ত ১৫৪১ পরবর্তী

গত ২৪ ঘণ্টায় আরও ২২ কোভিড রোগীর মৃত্যু, আক্রান্ত ১৫৪১

কমেন্ট