বিএনপির নেত্রী খালেদা ভালো আছেন : নাসিম

বিএনপির নেত্রী খালেদা ভালো আছেন : নাসিম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ভালো আছেন বলে জানিয়েছেন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই নেতা বলেন, ‘কারাবন্দির জন্য জেলকোডের বিধানের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। কারা কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’ মেডিকেল বোর্ডর পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনো অবহেলা হচ্ছে না। সাবেক পিএম হিসেবে তাঁকে (খালেদা জিয়া) উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।’ ‘এখন খালেদা জিয়া ভালো আছেন, সুস্থ আছেন,’ যোগ করেন নাসিম। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয় একইসঙ্গে ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানার আদেশ ঘোষণা করেন আদালত। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়। গত ১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের অধ্যাপক মো. শামসুজ্জামান শাহীনের নেতৃত্বে চার সদস্যের একটি চিকিৎসক দল কারাগারে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর ৭ এপ্রিল রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে সেই প্রতিবেদন পাঠিয়ে দেওয়া হয় কারা কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে আজ সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, ‘খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেক বেশি অসুস্থ। তিনিও আগে থেকে দাবি করেছেন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য, যাতে সেখানে তিনি ব্যক্তিগত চিকিৎসকের অধীনে চিকিৎসা নিতে পারেন। কিন্তু সরকার প্রহসন করতে তাঁকে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা দিচ্ছে না।’ এর কিছু পরেই সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে সংবাদ সম্মেলনে আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, কারা কর্তৃপক্ষ এবং খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
'বাংলার মাটিতে আর বিনা ভোটে সরকার গঠন হবে না' পূর্ববর্তী

'বাংলার মাটিতে আর বিনা ভোটে সরকার গঠন হবে না'

বিজেপির আমন্ত্রণে ভারত যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল পরবর্তী

বিজেপির আমন্ত্রণে ভারত যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

কমেন্ট