বিএনপি আন্দোলনের নামে দেশ-বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসেছে: ওবায়দুল কাদের

বিএনপি আন্দোলনের নামে দেশ-বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দেশ-বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পাবনা জেলার চাটমোহর উপজেলা সম্মেলনে রাজধানী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি'র আগুন সন্ত্রাস এবং দেশ ও সরকারবিরোধী আল জাজিরার অপপ্রচার একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে। বলেন নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পাঁয়তারা করছে বিএনপি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাকসিন নিয়েও বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা ভ্যাকসিন নিয়ে সংশয় সৃষ্টি এবং দুর্নীতির যে গল্প তৈরির অপচেষ্টা করেছিলো তা হালে পানি পায়নি। মাত্র ১৩ দিনে দেশে ২৩ লাখ মানুষের ভ্যাকসিন গ্রহণ শেখ হাসিনার সুদক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের সোনালী বার্তা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেতা বানাতে হবে কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে। এসময় তিনি আবারও স্মরণ করে দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, পকেট কমিটি করা যাবে না। পাবনা জেলার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় সদস্য মেরিনা জাহান কবিতা, নুরুল ইসলাম ঠান্ডু,আবদুল আউয়াল শামীম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সসহ চাটমোহর উপজেলার নেতৃবৃন্দ। এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত "বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী" উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর সততা থেকে শিক্ষা নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে কর্মকর্তাদের আহ্বান জানান। এছাড়া সংস্থার কিছু কর্মকর্তাদের সতর্ক করে কমিশন বাণিজ্যের ধারা থেকে বেরিয়ে আসতে নির্দেশ দেন মন্ত্রী।
নতুন ড্যাশ-৮ মডেলের বিমান আসছে আজ পূর্ববর্তী

নতুন ড্যাশ-৮ মডেলের বিমান আসছে আজ

এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষ টিকা নিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী পরবর্তী

এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষ টিকা নিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

কমেন্ট