বিএনপি না আসলে নির্বাচন বন্ধ হবে না : এরশাদ

বিএনপি না আসলে নির্বাচন বন্ধ হবে না : এরশাদ

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কেউ আসুক বা না আসুক। আওয়ামী লীগ আছে আমরাও আছি। দুটি দল থাকলেই নির্বাচন হবে। আজ মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক না করুক তাতে কিছুই যায় আসে না। তাদের জন্য নির্বাচন বন্ধ হবে না, নির্বাচন হবে। সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। বিএনপি নির্বাচনে না এলে তা গ্রহণযোগ্য হবে কি না- এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, দশম সংসদ নির্বাচনেতো বিএনপি আসেনি। এবারে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। অতএব নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় সম্পর্কে তিনি বলেন, রাজনীতি করলে জেলে যেতে হয়। তাই বিএনপি নেত্রীর রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচনে জাতীয় পার্টি কত আসনে প্রার্থী দেবে জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনে আমি নির্বাচন ৩ শ আসনে প্রার্থী দেব। এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমান বন্দরে নামেন এরশাদ। সেখান থেকে সরাসরি মোটর শোভা যাত্রা সহকারে রংপুর সার্কিট হাউজে আসেন।
খালেদা জিয়ার আপিল আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট পূর্ববর্তী

খালেদা জিয়ার আপিল আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট

নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: ফখরুল পরবর্তী

নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: ফখরুল

কমেন্ট