বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হামলা, আহত কমপক্ষে ৩

বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হামলা, আহত কমপক্ষে ৩

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগরে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) একটি ক্যাম্পে ব্যাপক অস্ত্রসজ্জিত আত্মঘাতী হামলাকারীরা হামলা চালিয়েছে। এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত ৩টা ৪৫ মিনিটে হামলাকারীরা বিএসএফের ১৮২ ব্যাটালিয়নের ক্যাম্পটির চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে ভেতরে প্রবেশ করে নির্বিচার গুলিবর্ষণ শুরু করলে বিএসএফের অন্তত তিন সেনা আহত হন। সেনাদের পাল্টা গুলিতে এক হামলাকারী নিহত হয়। অপর হামলাকারীরা ওই ক্যাম্পের ভেতরের একটি ভবনে অবস্থান নিয়ে গোলাগুলি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। বিশেষ বাহিনীগুলোকে ডেকে পাঠানো হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, থেমে থেমে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছে। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর কৌশলগত স্টেশন এবং শ্রীনগর বিমানবন্দরের লাগোয়া ওই ক্যাম্পের ওপর দিয়ে হেলিকপ্টার চক্কর দিচ্ছে এবং হামলাকারীদের ধরতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। বিমানবন্দরে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নিরাপত্তা ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত সকালের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা। বিমানবন্দরটির বাইরের নিরাপত্তা বেস্টনির একটি পাশ পাহারা দিত বিএসএফের রক্ষীরা। বেসামরিক বিমানবন্দরটির পাশেই আরেকটি সামরিক বিমানবন্দর আছে। সশস্ত্র বাহিনী ও ভিআইপিরা ওই বিমানবন্দরটি ব্যবহার করে থাকেন। এই এলাকাটিতে বিএসএফ ও ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) প্রশিক্ষণ কেন্দ্রও আছে বলে জানিয়েছে এনডিটিভি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় ১৯ সৈন্য নিহত হয়েছিল। ওই ঘটনার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার অপর পাশে পাকিস্তান-নিয়ন্ত্রিত অংশে সন্ত্রাসীদের ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল বলে দাবি করে আসছে ভারতীয় সেনাবাহিনী।
সন্ত্রাসবিরোধী কঠোর আইন পাসে ফরাসি এমপিদের ভোট পূর্ববর্তী

সন্ত্রাসবিরোধী কঠোর আইন পাসে ফরাসি এমপিদের ভোট

রোহিঙ্গাদের দেশ ত্যাগ বন্ধ করতে মিয়ানমারের প্রতি ভারতের আহবান পরবর্তী

রোহিঙ্গাদের দেশ ত্যাগ বন্ধ করতে মিয়ানমারের প্রতি ভারতের আহবান

কমেন্ট