বিএসএমএমইউতে যেতে খালেদা জিয়ার অনীহা প্রকাশ

বিএসএমএমইউতে যেতে খালেদা জিয়ার অনীহা প্রকাশ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) যেতে অনীহা প্রকাশ করেছেন। ফলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য আপাতত তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে না। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, খালেদা জিয়া বিএসএমএমইউতে যাবেন না বলে অনীহা প্রকাশ করেছেন। কিন্তু তিনি ইউনাইটেড হাসপাতালে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে আজ মঙ্গলবার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হবে বলে জানা গিয়েছিল। এ উপলক্ষে সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল কর্তৃপক্ষ। এতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এদিকে গতকাল কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছিলেন, তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হবে। কারা মহাপরিদর্শক বলেছিলেন, তবে উনি যদি রাজি থাকেন। উনার রাজি হওয়ার একটা বিষয় আছে।
প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়ার আইনজীবীদের ভিন্নমত পূর্ববর্তী

প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়ার আইনজীবীদের ভিন্নমত

‘শর্ত পূরণ করেই আবেদন করে গণসংহতি আন্দোলন’ পরবর্তী

‘শর্ত পূরণ করেই আবেদন করে গণসংহতি আন্দোলন’

কমেন্ট