বিএসএমএমইউর চিকিৎসক নিয়োগে অনিয়ম: উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু

বিএসএমএমইউর চিকিৎসক নিয়োগে অনিয়ম: উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগে অনিয়মের অভিযোগের মধ্যেই উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিএসএমএমইউয়ের উপাচার্যের কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চাকরিপ্রার্থীদের এ মৌখিক পরীক্ষা চলবে ৮ জুলাই পর্যন্ত। প্রসঙ্গত ২০ মার্চ অনুষ্ঠিত বিএসএমএমইউতে ২০০ চিকিৎসক নিয়োগ পরীক্ষার ফল মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হয়। ১৮০ মেডিকেল অফিসার ও ২০ ডেন্টাল চিকিৎসক পদে ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় ৮ হাজার ৫৫৭ চিকিৎসক অংশ নেন। লিখিত পরীক্ষায় একটি পদের জন্য চারজন পাস করেন। এ হিসাবে ৭১৯ মেডিকেল অফিসার ও ডেন্টালের ৮১ জন মিলে ৮২০ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে তাদের ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়া হবে বলে জানানো হয়। ফল ঘোষণার পর পরই সুযোগবঞ্চিত চাকরিপ্রার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তবে বিশ্ববিদ্যালয় উপাচার্যের দাবি সঠিক নিয়ম মেনে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি।
স্ত্রীর পেটে সন্তান, পিতৃত্ব দাবি দুজনের পূর্ববর্তী

স্ত্রীর পেটে সন্তান, পিতৃত্ব দাবি দুজনের

মার্কেটে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, দেয়াল ধসে পথচারী নিহত পরবর্তী

মার্কেটে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, দেয়াল ধসে পথচারী নিহত

কমেন্ট