বিকাশ প্রতারণা চক্রের দুই সদস্য আটক ভাঙ্গায়

বিকাশ প্রতারণা চক্রের দুই সদস্য আটক ভাঙ্গায়

ফরিদপুর শহরের টেপাখোলা এলাকা থেকে আজ বুধবার সকালে বিকাশ প্রতারণা চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। এ ব্যাপারে সালথা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। আটকরা হলেন শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার লিটন মীর ((২৮) এবং বিকাশ এজেন্ট মা এন্টারপ্রাইজের মালিক ফয়সাল আহমেদ (২৯)। র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, 'গোপন সূত্রে খবর পেয়ে আজ বুধবার সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় অবস্থিত মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান প্রদানের সার্ভিস বিকাশ'র এজেন্ট মা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় প্রতারণা চক্রের মূল হোতা তৌহিদুল ইসলা ওরফে তুহিন কৌশলে পালিয়ে গেলেও অপর দুই সদস্যকে আটক করা হয়। অভিযানকালে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন সেট ও সিমকার্ড জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, এ চক্রটি বিকাশ এজেন্ট ফয়সাল আহমেদের সহযোগিতায় গত রবিবার জেলার সালথা উপজেলার মো. নূরু মোল্লার ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে ১২ হাজার টাকা উত্তোলন করে। এ ব্যাপারে সালথা থানায় জিডি করে র‌্যাবের সহযোগিতা চান ভুক্তভোগী নূরু মোল্লা। গোপন সূত্রে খবর পেয়ে আজ বুধবার সকাল ৯টার দিকে মা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ওই দুই সদস্যকে আটক করা হয়। এ ব্যাপারে সালথা থানায় তাদেরকে হস্তান্তর ও মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
কিশোরগঞ্জে অপহৃত কিশোর গাজীপুরে উদ্ধার পূর্ববর্তী

কিশোরগঞ্জে অপহৃত কিশোর গাজীপুরে উদ্ধার

চান্দিনায় মাদক আখড়ায় অভিযান, ৭ জনকে কারাদণ্ড পরবর্তী

চান্দিনায় মাদক আখড়ায় অভিযান, ৭ জনকে কারাদণ্ড

কমেন্ট