বিক্রি হলো না হিটলারের পাঁচ চিত্রকর্ম!

বিক্রি হলো না হিটলারের পাঁচ চিত্রকর্ম!

চিত্রশিল্পী হিসেবে নাৎসি স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের একটি পরিচিতি রয়েছে বিশ্বব্যাপী। তাঁর ছবি রেকর্ড মূল্যে বিক্রিও হয়েছে। তবে এবার তাঁর ছবি বলে দাবি করা পাঁচটি চিত্রকর্ম বিক্রি হয়নি নিলামে। গত শনিবার জার্মানিতে নিলামে তোলা হয় জলরঙে আঁকা চিত্রকর্মগুলো। এগুলো আসল নাকি নকল- তা নিয়ে বিভ্রান্তিতে কেউ এগুলো কিনতে এগিয়ে আসেনি বলে ধারণা করা হচ্ছে। দেশটির গণমাধ্যম সূত্র রবিবার জানায়, নিলামে ছবিগুলোর দাম শুরু হয় ১৯ হাজার এবং ৪৫ হাজার ইউরোয়। তবে এরপর কোনো ডাক ওঠেনি। ছবিগুলো নকল বলে অভিযোগ ওঠায় তা তদন্তে শনিবারের ওই নিলামের তিন দিন আগে প্রসিকিউটররা হিটলারের দাবি করা ৬৩টি ছবি জব্দ করেন নিলাম হাউস থেকে। গত মাসে বার্লিনে একই অভিযোগে জলরঙে আঁকা হিটলারের তিনটি ছবি জব্দ করা হয়। যুবক বয়সে প্রথম বিশ্বযুদ্ধের আগে চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে হিটলার যথেষ্ট সংগ্রাম করেছিলেন বলে মনে করা হয়। এ সময় তিনি অনেক ছবি আঁকেন। ১৯০৭ ও ১৯০৮ সালে ভিয়েনা একাডেমি অব ফাইন আর্টস- এ ভর্তির চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন এই বিশ্ব কাঁপানো স্বৈরশাসক।
স্বীকারোক্তি আদায়ে সাপের ভয়! পূর্ববর্তী

স্বীকারোক্তি আদায়ে সাপের ভয়!

নিজের খামারের শুকরই খেল নারীকে! পরবর্তী

নিজের খামারের শুকরই খেল নারীকে!

কমেন্ট