বিডি জবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর ‘আটক’

বিডি জবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর ‘আটক’

বাংলাদেশে অনলাইনে চাকরি খোঁজার সবচেয়ে বড় ওয়েবসাইট বিডি জবসের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাসরুরকে আটক করা হয়েছে। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বিডিবিএল ভবন থেকে ফাহিম মাসরুরকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মাসুদুর রহমানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ সকালে গোয়েন্দা পুলিশের সদস্যরা কারওয়ান বাজারের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ভবনের আট তলা থেকে ফাহিম মাসরুরকে আটক করেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তবে কী কারণে ফাহিমকে নিয়ে যাওয়া হয়েছে, সে সম্পর্কে এখনো কিছু জানতে পারেননি বিডি জবসের কর্মীরা।
ডিআইজি মিজানকে দুদকে তলব পূর্ববর্তী

ডিআইজি মিজানকে দুদকে তলব

ব্যাংকের কার্ড জালিয়াত চক্রের মূল হোতা গ্রেফতার পরবর্তী

ব্যাংকের কার্ড জালিয়াত চক্রের মূল হোতা গ্রেফতার

কমেন্ট