বিদ্যুৎ উৎপাদনে অনন্য উচ্চতায় বাংলাদেশ

বিদ্যুৎ উৎপাদনে অনন্য উচ্চতায় বাংলাদেশ

বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। দেশে ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বুধবার সন্ধ্যায়। বিদ্যুৎ উৎপাদনের এই রেকর্ড লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে। একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্রও চালু রাখতে হয়েছে। পিডিবি জানায়, বুধবার রাত ৮টায় দেশের বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াট মাইলফলক ছুঁয়েছে। তখন উৎপাদন ছিল ১২ হাজার ৫৭ মেগাওয়াট। এর আগে গত ২৩ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশাবাদ ব্যক্ত করেছিলেন দুই মাসের মধ্যে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছাড়াবে বাংলাদেশ। তার আশাবাদের এক মাসের মধ্যেই সেই লক্ষ্যে পৌঁছেছে বাংলাদেশ।
ব্রুনাই সফর নিয়ে বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন পূর্ববর্তী

ব্রুনাই সফর নিয়ে বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

জঙ্গিবাদ এখন বিশ্বব্যাপী একটা সমস্যা: প্রধানমন্ত্রী পরবর্তী

জঙ্গিবাদ এখন বিশ্বব্যাপী একটা সমস্যা: প্রধানমন্ত্রী

কমেন্ট