বিপজ্জনক ৩৫টি বিউটি অ্যাপ

বিপজ্জনক ৩৫টি বিউটি অ্যাপ

সুন্দর ছবি তোলার জন্য অনলাইনে টিপস বা সহায়তা পেতে অনেকেই  গুগল প্লে স্টোর থেকে নানা ধরনের বিউটি অ্যাপ ডাউনলোডের পর ব্যবহার করে থাকেন। কিন্তু এমন সব অ্যাপ নিরাপদ নয়। অনেক অ্যাপ আপনার তথ্য হাতিয়ে নেয়। আবার অনেক ক্ষেত্রে বাজে লিঙ্কে নিয়ে যায়। সম্প্রতি গুগলের নিরাপত্তা বিষয়টি স্ক্যানিংয়ে এসব অ্যাপ ধরা পড়ে। বট পরীক্ষা করা কোম্পানি হোয়াইট ওপসও এসব ক্ষতিকর অ‌্যাপ সম্পর্কে জানতে পেরেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ইনফরমেশন ওয়াল্র্ড তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এসব অ্যাপ একবার ডাউনলোড করার পর অনেক সময় আইকোন হাইড হয়ে যায়। ফলে চাইলেও সেটি সহজে আনইনস্টল করা যায় না। সম্প্রতি গুগল ৩৮টি অ্যাপ তাদের প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে। এর মধ্যে ৩৫টি বিউটি অ্যাপ। সংশ্লিষ্টরা বলছেন, যদি কারো মোবাইল ফোনে এসব অ্যাপ থাকে তাহলে দ্রুত আনইনস্টল করে ফেলা উচিত। গুগলের ডিটিল করা ৩৫টি অ্যাপ হচ্ছে; ১.ইয়োরকো ক‌্যামেরা। ২.সলু ক‌্যামেরা। ৩.বিউটি কোলাজ লাইট। ৪.বিউটি অ‌্যান্ড ফিল্টার ক‌্যামেরা। ৫.ফটো কোলাজা অ‌্যান্ড বিউটি অ‌্যাপ। ৬.বিউটি ক‌্যামেরা সেলফি। ৭.গ‌্যাটি বিউটি ক‌্যামেরা। ৮.প‌্যান্ড সেলফি বিউটি ক‌্যামেরা। ৯.কার্টুন ফটো এডিটর অ‌্যান্ড সেলফি বিউটি ক‌্যামেরা। ১০.বেনবু সেলফি বিউটি ক‌্যামেরা। ১১.পিনাট সেলফি বিউটি ক‌্যামেরা অ‌্যান্ড ফটো এডিটর। ১২.মুড ফটো এডিটর অ‌্যান্ড সেলফি বিউটি ক‌্যামেরা। ১৩.রোজ ফটো এডিটর অ‌্যান্ড সেলফি বিউটি ক‌্যামেরা। ১৪.সেলফি বিউটি ক‌্যামেরা অ‌্যান্ড ফটো এডিটর। ১৫.ফগ সেলফি বিউটি ক‌্যামেরা। ১৬.ফার্স্ট সেলফি বিউটি ক‌্যামেরা অ‌্যান্ড ফটো এডিটর। ১৭.ভানু সেলফি বিউটি ক‌্যামেরা। ১৮.সান প্রো বিউটি ক‌্যামেরা। ১৯.ফানি সুইট বিউটি ক‌্যামেরা। ২০.লিটল বি বিউটি ক‌্যামেরা। ২১.বিউটি ক‌্যামেরা অ‌্যান্ড ফটো এডিটর প্রো। ২২.গ্রাস বিউটি ক‌্যামেরা। ২৩.এলি বিউটি ক‌্যামেরা। ২৪.ফ্লাওয়ার বিউটি ক‌্যামেরা। ২৫.বেস্ট সেলফি বিউটি ক‌্যামেরা। ২৬.অরেঞ্জ ক‌্যামেরা। ২৭.সানি বিউটি ক‌্যামেরা। ২৮.ল‌্যান্ডি সেলফি বিউটি ক‌্যামেরা। ২৯.নাট সেলফি ক‌্যামেরা। ৩০.রোজ ফটো এডিটর অ‌্যান্ড সেলফি বিউটি ক‌্যামেরা। ৩১.আর্ট বিউটি ক‌্যামেরা-২০১৯। ৩২.এলিগ্যান্ট বিউটি ক্যাম-২০১৯। ৩৩.সেলফি বিউটি ক্যামেরা অ্যান্ড ফানি ফিল্টারস। ৩৪.সেলফি বিউটি ক্যামেরা প্রো। ৩৫.প্রো সেলফি বিউটি ক্যামেরা।
হুয়াওয়ের সঙ্গে 5-G নিয়ে কাজ করার অনুমতি যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী

হুয়াওয়ের সঙ্গে 5-G নিয়ে কাজ করার অনুমতি যুক্তরাষ্ট্রের

করোনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হামলা করে মুক্তিপণ চাইছে হ্যাকাররা পরবর্তী

করোনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হামলা করে মুক্তিপণ চাইছে হ্যাকাররা

কমেন্ট