বিপিএলের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিপিএলের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু বিপিএলের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হোম অব ক্রিকেট মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে উদ্বোধন ঘোষণা করেন তিনি। এর আগে সাড়ে পাঁচটা থেকে প্রথম পর্বে দেশীয় শিল্পীদের পারফরম্যান্সের পর দ্বিতীয় পর্ব শুরু হয়। প্রথম পর্বে মঞ্চ মাতান জেমসসহ দেশিয় শিল্পীরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরকে স্মরণীয় করে রাখতে বর্ণিল উৎসবের মধ্য দিয়ে উদ্বোধন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন ঘোষণার পরই মিরপুর শের ই বাংলার আকাশে শুরু হয় বর্ণিল আতশবাজি। দর্শকদের হর্ষধ্বনিতে প্রকম্পিত হয় পুরো মাঠ। আজ রবিবার বিকাল সাড়ে ৫টায় ‍শুরু হয় বঙ্গবন্ধু বিপিএল কনসার্ট। যেখানে শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন ডি'রকস্টার শুভ। তার পরিবেশনা শেষ হলে মঞ্চে ওঠেন রেশমি মির্জা। এরপর ওঠেন জেমস। জেমসের প্রথম গানটি শেষ না হতেই শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উদ্বোধন ঘোষণার পর জেমস আবারও শুরু করেছেন কনসার্ট। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি গাইছেন তার বিখ্যাত 'মা' গানটি। জেমসের পর মঞ্চে উঠবেন কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী মমতাজ। তারপর রাত পৌনে ৮টায় থাকছে সনু নিগামের পরিবেশনা। ৮টা ৩৫ মিনিটে থাকছে লেজার শো, ৯টায় গান গাইবেন কৈলাস খের। সাড়ে ৯টায় মঞ্চে উঠবেন ক্যাটরিনা কাইফ। ৩০ মিনিট চলবে এ বলিউড তারকার পারফরম্যান্স। ১০টায় মঞ্চ মাতাবেন সালমান খান। ক্যাটরিনার সঙ্গে সালমানের ডুয়েট পারফরম্যান্সে শেষ হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের খেলা।
ইইউয়ের কাছে জিএসপি প্লাস সুবিধা চায় বাংলাদেশ পূর্ববর্তী

ইইউয়ের কাছে জিএসপি প্লাস সুবিধা চায় বাংলাদেশ

ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ পরবর্তী

ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ

কমেন্ট