বিপিএলের সিলেট পর্ব শেষে পয়েন্ট তালিকার হাল

বিপিএলের সিলেট পর্ব শেষে পয়েন্ট তালিকার হাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। শনিবার শেষ হওয়া সিলেট পর্ব পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ২২টি। বিপিএলের ৬ষ্ঠ আসরের শিরোপা নির্ধারিত হবে ৪৬টি ম্যাচে। তাই অর্ধেক পথ পেরিয়া আসার পর পয়েন্ট তালিকার দিকে নজর দেওয়ার সময় হয়ে গেছে। সেই সঙ্গে রান এবং উইকেটের দিকেও নজর দেওয়া দরকার। এবারের বিপিএলে সবচেয় দুর্দান্ত খেলা দলটি ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসানের দল ৬ ম্যাচে জিতেছে ৫টিতেই। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বর্তমান রানার্সআপরা। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। তামিম ইকবালদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ ম্যাচে ৪ জয় নিয়ে তিন নম্বরে। ৪ নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মাশরাফি বিন মুর্তজার দল ৭ ম্যাচে জিতেছে ৩টি তে। এখন পর্যন্ত ব্যাট হাতে এগিয়ে আছেন বিদেশিরাই। রান তোলায় শীর্ষ পাঁচ ব্যাটসম্যান যথাক্রমে রংপুর রাইডার্সের রাইলি রুশো (৭ ম্যাচে ৩৪৯), সিলেট সিক্সার্সের নিকোলাস পুরান (৭ ম্যাচে ২৪৪), সিলেট সিক্সার্সের ডেভিড ওয়ার্নার (৭ ম্যাচে ২২৩), খুলনা টাইটান্সের জুনায়েদ সিদ্দিকি (৭ ম্যাচে ২০৩) ও চিটাগং ভাইকিংসের মুশফিকুর রহিম (৫ ম্যাচে ১৯১)। তবে উইকেট শিকারে বাংলাদেশিরাই সেরা। শীর্ষ পাঁচে চারজনই দেশি ক্রিকেটার। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে শীর্ষে সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ। রংপুরের শফিউল ইসলাম ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দুই নম্বরে আচে। সমানসংখ্যক ম্যাচে ১২ উইকেট নিয়ে তিন নম্বরে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে চার নম্বরে আছেন। ৫ নম্বরে আছেন রবি ফ্রাইলিঙ্ক। ৪ ম্যাচে তার শিকার ৯ উইকেট।
অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন প্যাটারসন পূর্ববর্তী

অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন প্যাটারসন

অস্ট্রেলিয়া টেস্ট দলে নেই হ্যাজেলউড পরবর্তী

অস্ট্রেলিয়া টেস্ট দলে নেই হ্যাজেলউড

কমেন্ট