বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড আমিরের

বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড আমিরের

পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের বোলিং তোপে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে উঠলো খুলনা টাইগার্স। এ পাকিস্তানি বোলার ৪ ওভারে ১৭ রান ৬ উইকেট নেন। এতে বিপিএলের সেরা বোলিং ফিগারের মালিক হন আমির। এ নিয়ে ১৬তম বোলার হিসেবে বিপিএলে পাঁচ উইকেট নিলেন এ গতি তারকা। এর আগে বিপিএলের ইতিহাসে কোনো বোলার ইনিংসে ৬ উইকেট নিতে পারেননি। এর ফলে আমির বিপিএলে ৮ বছরের রেকর্ড ভাঙলেন। ২০১২ সালের পর এটি বিপিএলের সেরা। এটি আমিরের ক্যারিয়ার সেরা বোলিং ফিগারও। এর আগে পাকিস্তানের হয়ে ১৩ রানে ৪ উইকেট ছিল আমিরের সেরা। বিপিএলে এর আগের সেরা বোলিং ছিল আরেক পাকিস্তানি গতি তারকা মোহাম্মদ সামির। বিপিএলের প্রথম আসরে সে রেকর্ড গড়েন সামি। দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩.২ ওভারে ৬ রানে নেন ৫ উইকেট। দ্বিতীয় সেরা বোলিং ফিগার এবারের আসরে গড়েন ওয়াহাব রিয়াজ। ঢাকা প্লাটুনের এ বোলার ৮ রানে নেন ৫ উইকেট। তৃতীয় সেরা ছিল ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপারের। এ ক্যারিবিয়ান বরিশাল বুলসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫ রানে নেন ৫ উইকেট।
ভারতকে আকাশ থেকে এক ঝটকায় মাটিতে নামিয়েছে অস্ট্রেলিয়া পূর্ববর্তী

ভারতকে আকাশ থেকে এক ঝটকায় মাটিতে নামিয়েছে অস্ট্রেলিয়া

বার্সেলোনার নতুন কোচ সেতিয়েন পরবর্তী

বার্সেলোনার নতুন কোচ সেতিয়েন

কমেন্ট