বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে

খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপপাত্রা সামান্য হ্রাস পেতে পারে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।
নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মাদক বিরোধী অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ববর্তী

নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মাদক বিরোধী অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার দৃশ্যমান উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী : ভূমিমন্ত্রী পরবর্তী

সরকার দৃশ্যমান উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী : ভূমিমন্ত্রী

কমেন্ট