বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত

বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে মধ্য আকাশে দুর্ঘটনার পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুই উড়োজাহাজের চারজন বৈমানিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর। কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মহেশখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুটিবিলা পালপাড়া এবং ছোট মহেশখালীর মাইজপাড়া এলাকায় দুটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর আসে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, দুর্ঘটনার পরপরই মহেশখালী ফায়ার সার্ভিস এবং স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার তৎপরতা শুরু করে। পরে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের আরও একটি দল এবং পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
বরফে জমে যাওয়ার পরও নায়াগ্রায় শোনা যাচ্ছে পানির গর্জন! পূর্ববর্তী

বরফে জমে যাওয়ার পরও নায়াগ্রায় শোনা যাচ্ছে পানির গর্জন!

এসএমএস করে জেনে নিন, কবে পাবেন স্মার্টকার্ড পরবর্তী

এসএমএস করে জেনে নিন, কবে পাবেন স্মার্টকার্ড

কমেন্ট