বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে পুতিনের শোক

বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে পুতিনের শোক

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হয়ে ৫০ জনের প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় তিনি এই শোক জানান। শোকবার্তায় নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন পুতিন। এর আগে, সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। এ বিধ্বস্তের ঘটনায় সোমবার পর্যন্ত ৫০ জন নিহত হন। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের ফ্লাইটটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এতে এখন পর্যন্ত উদ্ধার করা হয় ১৯ আরোহীকে। ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ দফতর।
৭ বছরে নেপালে ১৫টি বিমান বিধ্বস্ত পূর্ববর্তী

৭ বছরে নেপালে ১৫টি বিমান বিধ্বস্ত

তামিলনাড়ুতে দাবানলে ৯ ট্রেকারের প্রাণহানি পরবর্তী

তামিলনাড়ুতে দাবানলে ৯ ট্রেকারের প্রাণহানি

কমেন্ট