বিমা কোম্পানিকে শেয়ার বাজারে প্রবেশ করতে হবে: অর্থমন্ত্রী

বিমা কোম্পানিকে শেয়ার বাজারে প্রবেশ করতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, যে সকল বিমা কোম্পানি শেয়ার বাজারে প্রবেশ করেনি তাদেরকে আগামী তিন মাসের মধ্যে শেয়ার বাজারে প্রবেশ করতে হবে। রোববার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে অর্থমন্ত্রী এক সভায় তিনি এ কথা বলেন। এ সভায় তিনি বলেন, ‘যে সকল বিমা কোম্পানি শেয়ার বাজারে প্রবেশ করেনি তাদেরকে আগামী তিন মাসের মধ্যে শেয়ার বাজারে প্রবেশ করতে হবে। এর আগেও এ সকল কোম্পানিকে সময় বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু তারা ওই সময়ের মধ্যে প্রবেশ করেনি তাই তাদেরকে আবারো সময় বেঁধে দেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘দেশের সকল ধরণের ছোট-বড় ভবন যেমন-অফিস-বাসা এগুলো বীমার আওতায় আসতে হবে ।’ প্রতিটি নাগরিককে বীমার আওতায় আসার ব্যাপারে তিনি বলেন, ‘দেশের প্রতিটি নাগরিককে বীমার আওতায় আসতে হবে কারণ উন্নত দেশের মানুষসহ সামান্য পশুদের বিমা করা হয়। তাই আমাদেরও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে এ সকল উদ্যোগ নিতে হবে।’
আজ শুরু হচ্ছে খোলাবাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি পূর্ববর্তী

আজ শুরু হচ্ছে খোলাবাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি

ফ্রিল্যান্সারদের জন্য সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক পরবর্তী

ফ্রিল্যান্সারদের জন্য সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

কমেন্ট