বিরোধীদলীয় চিফ হুইপ হচ্ছেন মশিউর রহমান রাঙ্গা

বিরোধীদলীয় চিফ হুইপ হচ্ছেন মশিউর রহমান রাঙ্গা

জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অন্যদিকে এরশাদ নিজে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন। শুক্রবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি পাঠিয়েছেন এরশাদ। তাতে রাঙ্গার বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। এছাড়া জাতীয় পার্টির পক্ষ থেকেও বিষয়টি জানানো হয়েছে। এরশাদ সেই চিঠিতে লিখেছেন, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হলো। এর আগে দশম সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসেছিল জাতীয় পার্টি। বিরোধীদলীয় নেতা ছিলেন এরশাদের স্ত্রী ও দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ। বিরোধীদলীয় চিফ হুইপ ছিলেন প্রয়াত তাজুল ইসলাম চৌধুরী।
ফের সিএমএইচে ভর্তি এরশাদ পূর্ববর্তী

ফের সিএমএইচে ভর্তি এরশাদ

গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে নোয়াখালী ঐক্যফ্রন্টের নেতারা পরবর্তী

গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে নোয়াখালী ঐক্যফ্রন্টের নেতারা

কমেন্ট