বিলবোর্ডে বসবাস!

বিলবোর্ডে বসবাস!

ইএসপিএন প্রতিযোগিতার অংশ হিসেবে কলেজ ফুটবল'স চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সোমবার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে এই প্রতিযোগিতা শুরু হয় গত ২৬ ডিসেম্বর। পছন্দের দলের অংশগ্রহণে সেমি ফাইনালটি তুলে ধরতে চার ক্রীড়া ভক্ত শহরের ৪৫ ফুট (১৩.৭২ মিটার) উঁচু বিলবোর্ডে বসবাস শুরু করেন। যতদিন তাদের নিজ দল প্রতিযোগিতায় টিকে থাকে ততদিন তারা সেখানে বসবাস করবেন বলে জানান তারা। চারজনের দলটির প্রত্যেককে একটি তাঁবু এবং স্লিপিং ব্যাগ সরবরাহ করা হয়েছে। যে চারজন বিলবোর্ডে সাময়িক বাসা গেঁড়েছেন ভোল্যান্ড তাঁদেরই একজন। দুই মেয়ের জননী ৫৯ বছর বয়সী ওই মা বলেন, শূন্যের ওপর বিলবোর্ডে তাঁর সময় কাটছে এখন। তিনি বলেন, এটি ঠিক জঙ্গলে ক্যাম্পিংয়ের মতো নয়। ভোল্যান্ড আরো বলেন, 'বিলবোর্ডের আবাস থেকে বাথরুমে যেতে নামতে হয় ৭২টি সিঁড়ি। রাতের মাঝামাঝি সময় আমাকে কয়েকবার নামতে হয়েছিল ৩০ ডিগ্রি ফারেনহাইটের চমৎকার উষ্ণ ঘুমের ব্যাগ থেকে বেরিয়ে। আবার সেই ৭২টি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় যা যথেষ্ট কঠিন।'
পুরুষরাই বেশি লিঙ্গ বৈষম্যের শিকার! বলছে গবেষণা! পূর্ববর্তী

পুরুষরাই বেশি লিঙ্গ বৈষম্যের শিকার! বলছে গবেষণা!

নিঃশ্বাসেই শনাক্ত হবে ক্যান্সার! পরবর্তী

নিঃশ্বাসেই শনাক্ত হবে ক্যান্সার!

কমেন্ট