বিশেষ ফ্লাইটে সন্ধ্যায় ফিরে যাচ্ছে ৩৫৬ মার্কিন নাগরিক

বিশেষ ফ্লাইটে সন্ধ্যায় ফিরে যাচ্ছে ৩৫৬ মার্কিন নাগরিক

বাংলাদেশে অবস্থানরত ৩৫৬ জন যুক্তরাষ্ট্রের নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন। এদের মধ্যে রয়েছেন কূটনীতিক, পর্যটক ও বাংলাদেশে কর্মরতরা। এমনকি তাদের পোষা ৯টি কুকুরও এ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে বলে জানা গেছে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সূত্র জানাায়, সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ঢাকা ত্যাগ করবে। বিশেষ চার্টার্ড ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে। এর আগে দুপুরে বিমানবন্দরে যাবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার। তিনি সার্বিক প্রস্তুতি দেখবেন। তবে সেখানে আনুষ্ঠানিক ব্রিফ করবেন কী-না দূতাবাস নিশ্চিত করেনি। এদিকে, দূতাবাস সূত্র আরো জানায়, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমেরিকানদের মধ্যে যারা দেশে ফিরতে আগ্রহী তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদেশ থেকেও আমেরিকানরা চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফিরছেন। এটি একটি সাময়িক ব্যবস্থা। পরিস্থিতির উন্নতি হলে তারা আবার বাংলাদেশে আসবেন। এদিকে, ৩৫৬ জনের বাইরে আরো শখানেক মার্কিন নাগরিক বাংলাদেশে রয়েছেন। তাদের এই চার্টার্ড বিমানে আসন দেয়া যাচ্ছে না। দূতাবাসের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে তাদেরও ফেরার ব্যবস্থা করা হবে। যদিও বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি ঘোষণা করেছে ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত (আরব আমিরাত) থেকে আসা সমস্ত নির্ধারিত আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট বাংলাদেশের কোন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে দেবে না। এ অবস্থায় দ্বিতীয় চার্টার্ড বিমানের উড্ডয়নের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করা হবে বলে জানা গেছে। দূতাবাস বলছে, এটি এখনও নিশ্চিত করা যায়নি পরবর্তী ফ্লাইট কবে যাবে। এর আগে দুদফায় বিদেশী কূটনৈতিকরা বাংলাদেশ ছাড়ে। ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ান নাগরিকরা ঢাকা ত্যাগ করেন। ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ দেশটির মোট ২২৫ জন নাগরিক ছিলেন। ২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১৩৯ জন ভুটানের নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকায় কর্মরত ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন। দু দফায় ঢাকা ছাড়েন ৩৬৪ জন মালয়েশিয়ান ও ভুটানের নাগরিক
বর্তমানে বাংলাদেশের করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো : স্বাস্থ্যমন্ত্রী পূর্ববর্তী

বর্তমানে বাংলাদেশের করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো : স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন করে আরও একজনের শরীরে করোনা শনাক্ত পরবর্তী

দেশে নতুন করে আরও একজনের শরীরে করোনা শনাক্ত

কমেন্ট