বিশ্বকাপ ফাইনাল বিক্রি : এবার জয়াবর্ধনেকে জেরা

বিশ্বকাপ ফাইনাল বিক্রি : এবার জয়াবর্ধনেকে জেরা

আগেই জানা গিয়েছিল, ২০১১ বিশ্বকাপ ফাইনালে ম্যাচ ফিক্সিং ইস্যুতে মাহেলা জয়াবর্ধনেকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেটাই সত্যি হলো। অরবিন্দ ডি সিলভা, কুমার সাঙ্গাকারার পর এবার তার পালা এলো। আজ শুক্রবার কলম্বোর সুগথাদাসা স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ তদন্ত দলের সামনে হাজিরা দিতে দেখা যায় জয়াবর্ধনেকে। শ্রীলঙ্কার এক সাংবাদিক টুইট করে এই খবর প্রকাশ করেন। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে জয়াবর্ধনে গাড়ি থেকে নামছেন। সেই সাংবাদিক ছবির ক্যাপশনে লিখেছেন, 'গত কয়েক দিনে তিন জন সাবেক অধিনায়ক ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে পুলিশের সামনে বিবৃতি দিলেন।' বিশ্বকাপ ফাইনাল নিয়ে শ্রীলঙ্কার তখনকার ক্রীড়ামন্ত্রী মহিন্দ্রানন্দ আলুথগামাগে বলেছিলেন, ভারতের কাছে ম্যাচ বিক্রি করেছে শ্রীলঙ্কা। তার ওই মন্তব্যের পর তদন্তের নির্দেশ দেয় শ্রীলঙ্কান সরকার। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পুলিশের একটি বিশেষ দল এই তদন্ত শুরু করে। গত বুধবার শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার তথা ২০১১ বিশ্বকাপে জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অরবিন্দ ডি সিলভাকে ৬ ঘণ্টার ওপর জেরা করা হয়। এরপর ১০ ঘণ্টা জেরা করা হয় কুমার সাঙ্গাকারাকে। ২০১১ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন কুমার সাঙ্গাকারা। আর বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করেছিলেন জয়াবর্ধনে। এর আগে শ্রীলঙ্কার সেই দলের ওপেনার উপুল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল। তবে প্রিয় ক্রিকেটারদের এভাবে জেরা করার প্রতিবাদে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ করেন ক্রিকেটপ্রেমীরা। তারা বলছেন, 'কোনো প্রমাণ ছাড়াই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করা হয়েছে এবং দেশের ক্রিকেট নায়কদের অপমান করা হচ্ছে।'
কেন লম্বা দাড়ি হলে টেররিস্ট, কৃষ্ণাঙ্গ হলে চোর? প্রশ্ন ব্র্যাথওয়েটের পূর্ববর্তী

কেন লম্বা দাড়ি হলে টেররিস্ট, কৃষ্ণাঙ্গ হলে চোর? প্রশ্ন ব্র্যাথওয়েটের

ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার সাকিব পরবর্তী

ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার সাকিব

কমেন্ট