বিশ্বকাপ বাছাইয়ের ৫৪১ ম্যাচ দেখাবে আইসিসি!

বিশ্বকাপ বাছাইয়ের ৫৪১ ম্যাচ দেখাবে আইসিসি!

ক্রিকেটের তিন বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো ঘরে বসে দেখার সুযোগ করে দিচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ক্রিকেটভক্তরা দেখবেন বিশ্বকাপের বাছাইয়ের ৫৪১টি ম্যাচ। এই সম্প্রচারের জন্য ইতোমধ্যে আইএমজির সঙ্গে চুক্তি করেছে আইসিসি। চুক্তি মোতাবেক, পুরুষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ বিশ্বকাপ এবং নারী ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই ম্যাচগুলো লাইভ স্ট্রিমিংয়ে দেখবেন ক্রিকেটভক্তরা। সব মিলিয়ে ৫৪১ ম্যাচ দেখা যাবে এই স্ট্রিমিংয়ে। এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী মানু সাহনি বলেন, আইএমজির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। এ চুক্তির মাধ্যমে আগের তুলনায় ভক্তদের কাছে আরও বেশি ক্রিকেট পৌঁছে দিতে পারব আমরা। এই লাইভ স্ট্রিমিংয়ে হাঙ্গেরি, রোমানিয়া ও সার্বিয়ার ক্রিকেট খেলাও দেখবে বিশ্ব। যারা এবারই প্রথম ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিচ্ছে। এ ছাড়া মেয়েদের ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও প্রথমবার অভিষেক ঘটা ভুটান, বোটসওয়ানা, ক্যামেরুন, ফ্রান্স, মালাউই, মিয়ানমার, ফিলিপাইন ও তুরস্কের খেলা উপভোগ করবে বিশ্ব।
মেসির চাপ কমাতে সবাইকে দায়িত্ব নিতে বললেন বার্সা কোচ পূর্ববর্তী

মেসির চাপ কমাতে সবাইকে দায়িত্ব নিতে বললেন বার্সা কোচ

দুই দিনেই টেস্ট জিতে ইতিহাস গড়ল ভারত পরবর্তী

দুই দিনেই টেস্ট জিতে ইতিহাস গড়ল ভারত

কমেন্ট