বিশ্বকাপ শুরুর আগ দিয়ে বরখাস্ত স্প্যানিশ কোচ

বিশ্বকাপ শুরুর আগ দিয়ে বরখাস্ত স্প্যানিশ কোচ

এখন আর দিনেরও হিসাব নেই। চলছে ঘণ্টার হিসাব। বিশ্বকাপ শুরুর এই অন্তিম মুহূর্তে টালমাটাল হয়ে পড়ল শিরোপার অন্যতম দাবিদার স্পেন। ফুটবলের সবচেয়ে বড় এই আসর শুরুর ঠিক আগমুহূর্তে কোচ জুলেন লোপেতেগুইকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল ইউরোপের সেরা ক্লাবটি। আজ নতুন কোচ হিসেবে রিয়াল ঘোষণা করেছিল লোপেতেগুইয়ের নাম। তারা এক বিবৃতিতে জানিয়েছিল, বিশ্বকাপের পরেই রিয়ালের কোচ হিসেবে যোগ দেবেন লোপেতেগুই। কিন্তু এ ব্যাপারে নাকি কিছুই জানত না স্পেনের ফুটবল ফেডারেশন। আর বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে এমন একটা সিদ্ধান্ত নেওয়া মোটেও ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস, ‘বিশ্বকাপ শুরুর মাত্র দুই বা তিন দিন আগে আপনি এমনটা করতে পারেন না। আমরা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি।’ আগামী ১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের বিশ্বকাপ মিশন। ‘বি’ গ্রুপে স্পেনের অপর দুই প্রতিপক্ষ মরক্কো ও ইরান। বিশ্বকাপের ঠিক আগ দিয়ে এমন একটা ঘটনা নিশ্চিতভাবেই টালমাটাল করে তুলবে স্প্যানিশ শিবিরকে।
ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা দেখছেন না মরিনহো! পূর্ববর্তী

ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা দেখছেন না মরিনহো!

প্রোটিয়া টেস্ট দলে ফিরলেন স্টেইন পরবর্তী

প্রোটিয়া টেস্ট দলে ফিরলেন স্টেইন

কমেন্ট