‘বিশ্বের বড় আশ্রয়শিবির’ বাংলাদেশে

‘বিশ্বের বড় আশ্রয়শিবির’ বাংলাদেশে

আজ ২০ জুন। সারা বিশ্ব দিনটিকে ‘বিশ্ব শরণার্থী দিবস’ হিসেবে পালন করছে। বাংলাদেশেই আছে ‘বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়শিবির।’ গত বছর আগস্টের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে দেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। সরকারি হিসেবে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১১ লাখেরও বেশি। গত বছরের ২৫ আগস্টের পর থেকে গত ১০ মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে সাত লাখের বেশি রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩০টি ক্যাম্পে বর্তমানে আছে ১১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘কুতুপালং ও বালুখালী ক্যাম্পই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়শিবির। ছয় লাখেরও বেশি লোক কুতুপালং-বালুখালী ক্যাম্প এলাকাতে বসবাস করছে। দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে। তার মধ্যে সাত লাখের মত মানুষ এসেছে গত ২৫ আগস্টের পর।’
কবি সুফিয়া কামালের ১০৭তম জন্মবার্ষিকী পূর্ববর্তী

কবি সুফিয়া কামালের ১০৭তম জন্মবার্ষিকী

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট পরবর্তী

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

কমেন্ট