বিশ্বে ১ কোটি মানুষ করোনায় আক্রান্ত

বিশ্বে ১ কোটি মানুষ করোনায় আক্রান্ত

চীনের হুবেই প্রদেশ থেকে করোনা ছড়িয়ে পড়েছে প্রায় সারা বিশ্বে। এই মারণ ভাইরাসে সারা বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ। শনিবার দিবাগত রাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় এক কোটি ছয়শ ৩৭ জনে। একই সময়ে বিশ্বে চার লাখ ৯৮ হাজার ৯৭৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৫৪ লাখ ১৪ হাজার ৭২২ জন। করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৭৭ হাজার ৫২৬ জন। তারপর রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮৪ হাজার ২১৪ জন। ইউরোপ মহাদেশ থেকে রাশিয়া রয়েছে আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ২৭ হাজার ৬৪৬ জন। এছাড়াও, পাঁচ লাখ ৩০ হাজার আক্রান্ত নিয়ে এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত।
লাদাখ সীমান্তে ভারত ও চীনের যুদ্ধাস্ত্র মোতায়েন পূর্ববর্তী

লাদাখ সীমান্তে ভারত ও চীনের যুদ্ধাস্ত্র মোতায়েন

করোনা থেকে সুস্থ ৫৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ পরবর্তী

করোনা থেকে সুস্থ ৫৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ

কমেন্ট