'বিষকন্যা' নাজনীনের রোমহর্ষক গল্প

'বিষকন্যা' নাজনীনের রোমহর্ষক গল্প

বয়স মাত্র ১০ বছর। তার বয়সী মেয়েরা যখন স্কুলে যায়, তখন সে ব্যস্ত বিষধর সাপেদের নিয়ে খেলতে। তাদের সঙ্গে কথা বলে সে। তাদের মাঝেই ঘুমোয়। ভারতের উত্তরপ্রদেশের হামিদপুর থেকে ১৫ কিমি দূরে ঘাটমপুরে গেলেই এই দৃশ্য দেখা যাবে। ১০ বছরের ওই বালিকার নাম নাজনীন। সাপদের প্রতি তার এতটুকুও ভয় নেই। বরং তার মতে, সাপগুলো তার বন্ধু। তাদের সঙ্গেই সে ঘুমোয়। খায়। গল্প করে। মাত্র দু’বছর বয়স থেকেই সাপেদের সঙ্গে নাজনীন খেলা করত। তখন থেকেই এলাকায় 'বিষকন্যা' বলে পরিচিত সে। স্কুলে যায় না। দিনরাত সাপেরাই তার সঙ্গী। সাপেদের সঙ্গে কথা বলে। তাদের গানও শোনায় নাজ়নীন। মেয়ের জন্য মাঝেমাঝে ভয়ও লাগে নাজ়নীনের পরিবারের। কিন্তু, নির্বিকার 'বিষকন্যা'। সাপেদের সঙ্গে তার এই বন্ধুত্ব দেখতে অনেক দূর থেকেও বহু মানুষ আসে গ্রামে। মন্তব্য
মা ফোনে খেলছে, শিশু দৌড়ে ট্রাকের নিচে, মুহূর্তেই শেষ পূর্ববর্তী

মা ফোনে খেলছে, শিশু দৌড়ে ট্রাকের নিচে, মুহূর্তেই শেষ

লিভার পরিষ্কার রাখতে চার খাবার পরবর্তী

লিভার পরিষ্কার রাখতে চার খাবার

কমেন্ট