বিসিক শিল্পনগরীর জন্য ৫০ হাজার কোটি টাকা প্রণোদনা

বিসিক শিল্পনগরীর জন্য ৫০ হাজার কোটি টাকা প্রণোদনা

করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের ৭৬টি বিসিক শিল্পনগরীর অধীনে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের জন্য সরকার ৫০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা দিয়েছে। প্রণোদনার অর্থ ইতোমধ্যে ব্যাংকগুলোতে চলে গেছে। বিসিক অন্তর্ভুক্ত বিভিন্ন শিল্পের মালিকরা ব্যাংক থেকে স্বল্প সুদে এই প্রণোদনা অর্থ গ্রহণ করতে পারবেন। সরকারের এই উদ্যোগে খুশি শিল্পের মালিকরা। করোনার লকডাউনের কারণে পণ্য পরিবহন, বিপণনসহ নানা বিধিনিষেধের কারণে বিসিক শিল্প নগরীগুলোতে শিল্প কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না। সিলেটের খাদিমনগর বিসিক শিল্পনগরীতে গিয়ে দেখা যায় অধিকাংশ শিল্প কারখানা বন্ধ। উৎপাদিত পণ্য বিপণনের পরিবেশ না থাকায় শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা দিয়ে ক্ষতির ঝুঁকি নিতে চাচ্ছেন না শিল্পের মালিকেরা। অবশ্য কয়েকটি প্রতিষ্ঠানে সীমিত পরিসরে উৎপাদন অব্যাহত রেখেছে। সিলেট সানটেক এনার্জি লিমিটেড পরিচালক আহমেদ জামি বলেন, 'রোগের চিন্তা করলে তো মানুষ খেতে পারবে না। আর এই চিন্তা করেই ফ্যাক্টরিটা খুলছি।' এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিক শিল্প নগরীর জন্য সরকার ৫০ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে বলে জানিয়েছেন উপ মহাব্যবস্থাপক সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমদ। ভয়াবহ এই সংকটে সরকারের এমন সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট বিসিক সাসটেক টায়ার লিমিটেড মহাব্যবস্থাপক এফ এম আতিক রহমান বলেন, 'সরকার যখন এতবড় একটা প্রণোদনা দিয়েছে আমরা যদি এই সহযোগিতা পাই, তাহলে আমাদের ফ্যাক্টরি চালাতে অনেক সহযোগিতা হবে।' করোনায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়ে শিল্পের মালিকের ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে এই প্রণোদনার ঋণ গ্রহণ করতে পারবেন। ঋণের অর্থের ৫ শতাংশ সরকার ভুর্তকি দিবে।
২০২০-২১ অর্থবছরের বাজেট মন্ত্রিসভায় অনুমোদন পূর্ববর্তী

২০২০-২১ অর্থবছরের বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

শেয়ারবাজার খুলতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চিঠি পরবর্তী

শেয়ারবাজার খুলতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চিঠি

কমেন্ট