বিড়ালের কাণ্ডে গোটা শহরে বিদ্যুৎ বিভ্রাট

বিড়ালের কাণ্ডে গোটা শহরে বিদ্যুৎ বিভ্রাট

অনেকের কাছেই বিড়াল প্রিয় একটি পোষ্য। তবে মাঝে মধ্যে বিড়ালের যন্ত্রণাও সইতে হয় মানুষকে। বিড়ালের এই যন্ত্রণার মধ্যে বেশিরভাগই ছোটখাটো পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে যেমন রান্না করা খাবার খেয়ে ফেলা কিংবা ঘরবাড়ি নোংরা করা। তবে এদিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ানসের একটি বিড়াল এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে যার জন্য হাজারো মানুষকে কয়েক ঘণ্টা বিদ্যুত্হীন থাকতে হয়েছে। গোটা শহরে নেমে আসে স্থবিরতা। খবর দেয়া হয় বিদ্যুৎ অফিসে। বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে নেমে বিদ্যুৎ বিভাগের লোকজন দেখতে পায় পুচকে এক বিড়ালই সব নষ্টের মূল। একটি সাব স্টেশনের মধ্যে ঢুকে দুষ্টুমি করতে করতে পুরো পাওয়ার সিস্টেমই নষ্ট করে ফেলে বিড়ালটি। তবে সৌভাগ্যক্রমে উচ্চ ভোল্টেজে আক্রান্ত হয়নি বিড়ালটি। বিদ্যুৎ কর্মীরা সমস্যার সমাধান করে পুরো বিষয়টি জানানোর পর শহরবাসী বিড়ালটির ওপর ভীষণ খেপেছে। তবে এর জন্য দায়ী বিড়ালটিকে খুঁজে বের করে কোন রকম ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি।
রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি পূর্ববর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি পরবর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

কমেন্ট