বিয়ের অনুষ্ঠানে ট্রাক, প্রাণ গেল ১৩ জনের

বিয়ের অনুষ্ঠানে ট্রাক, প্রাণ গেল ১৩ জনের

ভারতের রাজস্থান রাজ্যে বিয়ের অনুষ্ঠানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে পড়ায় ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল সোমবার গভীর রাতে রাজস্থানের প্রতাপগড় জেলার প্রতাপগড়-জয়পুর মহাসড়কে আম্বাওয়ালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। উদয়পুর রেঞ্জের আইজি প্রফুল্ল কুমার জানান, এ ঘটনায় ১৩ জন মারা গেছেন। এ ছাড়া নববধূসহ আহত হয়েছেন ১৫ জন, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকচালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান প্রফুল্ল কুমার। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গুরুতর আহতদের উদয়পুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এক টুইট বার্তায় বলেন, ‘প্রতাপগড়ের দুর্ঘটনার কথা শুনে অনেক দুঃখ প্রকাশ করছি। এ দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি আমি অন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।‘
ভারতের আক্রমণের আশঙ্কার কথা জাতিসংঘকে জানাল পাকিস্তান পূর্ববর্তী

ভারতের আক্রমণের আশঙ্কার কথা জাতিসংঘকে জানাল পাকিস্তান

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন আটক পরবর্তী

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন আটক

কমেন্ট