বি‌দেশি‌দের কা‌ছে না‌লিশ করে বিএন‌পির লাভ হবে না: কাদের

বি‌দেশি‌দের কা‌ছে না‌লিশ করে বিএন‌পির লাভ হবে না: কাদের

বিএন‌পির নেতৃত্ব এখন অস্তিত্ব সংক‌টে, তা‌দের প‌রিণতি হ‌বে মুস‌লিম লী‌গের ম‌তো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। রোববার (৮ ডিসেম্বর) বরিশা‌লে বঙ্গবন্ধু উদ্যা‌নে মহানগর আওয়মী লী‌গের স‌ম্মেল‌নে প্রধান অ‌তি‌থির বক্তৃতা কর‌ছি‌লেন। তি‌নি ব‌লেন, খা‌লেদা জিয়া দুই বছর জে‌লে। দুই বছ‌রে তারা দুই মি‌নি‌টও আন্দোলন ক‌রতে পা‌রে‌নি। শুধু বি‌দেশি‌দের কা‌ছে না‌লিশ কর‌ছে। দেশ‌কে বাঁচা‌তে হ‌লে আওয়ামী লীগ‌কে বাঁচা‌তে হ‌বে। আওয়ামী লীগ‌কে বাঁচা‌তে হ‌লে ত্যাগী নেতা‌দের বাঁচা‌তে হ‌বে। আর এ জন্য শেখ হা‌সিনার সরকার‌কে বারবার ক্ষমতায় দরকার। যে‌কোনো মূ‌ল্যে আওয়ামী লীগ‌কে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, এখ‌নো চক্রান্ত চল‌ছে, সরকার‌কে উৎখাতের পায়তারা চল‌ছে। সু‌বিধাবা‌দিরা উই‌পোকার ম‌তো দল‌কে খে‌য়ে ফেল‌বে তাই প্রধানমন্ত্রীর শু‌দ্ধি অভিযান সফল করার আহ্বান জানান তি‌নি। চাঁদাবাজ, টেন্ডারবাজ‌দের দ‌লে দরকার নেই। শী‌তের অ‌তি‌থি ও মৌসুমী পা‌খি‌দের দরকার নেই, দ‌লে ত্যাগী‌দের মূল্যায়ন করার কথা ব‌লেন তি‌নি। অনুষ্ঠা‌নে অন্যদের ম‌ধ্যে আওয়ামী লী‌গের উপ‌দেষ্টা আমীর হো‌সেন আমু, আবুল হাসানাত আব্দুল্লাহ, গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল ক‌রিম প্রমুখ বক্তৃতা ক‌রেন। সংগঠ‌নের সভাপ‌তি গোলাম আব্বাস চৌধুরী দুলাল সভাপ‌তিত্ব ক‌রেন।
এবার বেগম রোকেয়া পদক পাচ্ছেন যারা পূর্ববর্তী

এবার বেগম রোকেয়া পদক পাচ্ছেন যারা

পেশির বলে দলের নেতা হওয়া যাবে না: ওবায়দুল কাদের পরবর্তী

পেশির বলে দলের নেতা হওয়া যাবে না: ওবায়দুল কাদের

কমেন্ট