বুয়েটের নতুন উপাচার্য সত্য প্রসাদ মজুমদার

বুয়েটের নতুন উপাচার্য সত্য প্রসাদ মজুমদার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ভাইস চ্যান্সেলর পদে চার বছরের জন্য নিয়োগ করা হলো। ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়।
এইচএসসি পরীক্ষা কমানোর চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী পূর্ববর্তী

এইচএসসি পরীক্ষা কমানোর চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী

কলেজে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোন কারন নেই: শিক্ষামন্ত্রী পরবর্তী

কলেজে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোন কারন নেই: শিক্ষামন্ত্রী

কমেন্ট