বুয়েটের ২৬ শিক্ষার্থী স্থায়ীভাবে বহিষ্কার

বুয়েটের ২৬ শিক্ষার্থী স্থায়ীভাবে বহিষ্কার

আবরার ফাহাদ হত্যার ঘটনায় গটিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব প্রেসিডেন্ট এন্ড ডিসিপ্লিন উক্ত ঘটনার সাথে জড়িত ২৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গের অভিযোগে অভিযুক্ত আরও ছয়জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক, বোর্ড অব প্রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন এর সদস্য সচিব অধ্যাপক ড. মিজানুর রহমান সাক্ষরিত এক নোটিশ জারি করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কৃত ২৬জন শিক্ষার্থীরা হলেন- মেহেদী হাসান রবিন, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মনিরুজ্জামান মনির, মোহাম্মদ মেফতাউল ইসলাম জীয়ন, মোঃ মুজাহিদুর রহমান, মেহেদী হাসান রাসেল, এহতেশামুল রাব্বি তানিম, খন্দকার তাবাককারুল ইসলাম তানভীর, মুনতাসির আল জেমি, এ এস এম নাজমুস সাদাত, মোঃ শামীম বিল্লাহ, মোরশেদ অমর্ত্য ইসলাম, হোসাইন মোহাম্মদ তোহা, মুজতবা রাফিদ, মোঃ মিজানুর রহমান, মোঃ আশিকুল ইসলাম, এস এম মাহমুদ, ইশতিয়াক আহমেদ মুন্না, অমিত সাহা, মোঃ মাজেদুর রহমান, মোঃ শামসুল আরেফিন, মোয়াজ আবু হুরায়রা, মোঃ আকাশ হোসেন, মোঃ মোরশেদ উজ জামান, মুহতাসিম ফুয়াদ। এছাড়া বিভিন্ন মেয়াদে শাস্তি প্রাপ্ত বাকি ৬ জন হলেন- আবু নওশাদ সাকিব, মোঃ সাইফুল ইসলাম, মোঃ গালিব, মোহাম্মদ শাওন মিয়া, সাখাওয়াত ইকবাল অভি, মোহাম্মদ ইসমাইল।
ব্যবহারিক পরীক্ষার সময় ল্যাবে বিস্ফোরণ, দগ্ধ ৭ পূর্ববর্তী

ব্যবহারিক পরীক্ষার সময় ল্যাবে বিস্ফোরণ, দগ্ধ ৭

অধ্যক্ষকে পানিতে ফেলার ঘটনায় গ্রেপ্তার আরো ৫ পরবর্তী

অধ্যক্ষকে পানিতে ফেলার ঘটনায় গ্রেপ্তার আরো ৫

কমেন্ট